ফের বিদ্রোহের আশঙ্কা,মন্ত্রিসভা গঠনে নাজেহাল সিন্ধে-ফড়নবিশ - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১০ জুলাই, ২০২২

ফের বিদ্রোহের আশঙ্কা,মন্ত্রিসভা গঠনে নাজেহাল সিন্ধে-ফড়নবিশ

নতুন করে বিদ্রোহের আশঙ্কা?এই আতঙ্কই তাড়া করছে মহারাষ্ট্রের নতুন জোট সরকারের দুই কুশীলবকে।তাই আটকে মন্ত্রিসভা গঠন।এক সাথে সিন্ধে ও দেবেন্দ্র শপথের এক সপ্তাহ পরেও।দফতর বণ্ঠনে কার্যত নাজে হাল মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রি।ন দিন ধরে মহারাষ্ট্রে তারা বাদে কোনও মন্ত্রি নেই।মনে করা হচ্ছে মুলত বিদ্রোহী এবং বিজেপি বিধায়কদের মন্ত্রি হওয়ার উচ্চাশাই এই সিদ্ধান্তহীনতার কারন।ফলে শনিবার দিল্লির দারস্থ হতে বাধ্য হয়েছে সিন্ধে-ফড়নবিশ।
দুই শিবিরের সম্মিলিত গেমপ্ল্যান উদ্ধব ঠাকরের সরকারের পতন ঘটিয়ে ছিল।নিখুদ পরিকল্পনায় শিবসেনার ৪০ জন বিদ্রোহী বিধায়ক বিজেপির সঙ্গে গাটছারা বেধেছেন।আর তাদের নেতা সিন্ধেকেই তাদের মুখ্যমন্ত্রি হিসাবে বসিয়েছেন ১০৬ জন বিধায়কের বিজেপি।কারন মহারাস্ট্রে ক্ষমতা দখল করাটাই ছিল আসল উদ্দেশ্য মোদী ও অমিত শাহের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here