এক সময় যে সেনাবাহিনীর সমর্থন নিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন ইম্রান,এখন গদি হাড়িয়ে সেই সেনার বিরুদ্ধেই মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধান মন্ত্রী ও তাঁর পার্টি।প্রথম থেকেই তাঁর সরকার যে সেনার হাতের পুতুল ছিল,সে কথাই এক সাক্ষাৎকারে বললেন ইমরান খান।
বুধবার এক সংবাদ সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছিলেন,তাঁর সরকার আসার সময় থেকেই তাঁর দল প্রকৃত ক্ষমতাহীন ছিল।সেই কারনে জোট সঙ্গিদের পাশে থাকা দরকার ছিল তাঁর।পাশা পাশি ইমরান খান ে কথাও জানিয়েছেন যেভবিষ্যতে যদি এই ধরনের পরিস্থিতি আসে তাহলে তিনি পুন নির্বাচন চাইবেন।তখন হয়তো সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা চাইবেন অথবা সরকারে থাকবেন না। মোট কথা হচ্ছে ইমরান সরকারের হাতে কোন ক্ষমতায় ছিল না তাদেরকে সব দিক থেকে ব্ল্যাকমেল করা হত। পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে তা সবাই ভাল করে জানে।
১০ এপ্রিল বিরোধী দল্গুলির আনা অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রিত্ব ছারতে বাধ্য হয়েছেন ইমরান খান।কিছু দিন আগে পর্যন্ত তাঁকে গদিচ্যুত করার জন্য সরাসরি আমেরিকাকে দুসেছিলেন ইমরান খান।এই প্রথম উল্টো সুর গেয়ে সেনাবাহিনীর বিরুদ্ধেও মুখ খুলেছেন ইমরান খান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন