ব্যাঙ্ক থেকে ইচ্ছামতো টাকা তোলা বা জমায় নতুন নিয়ন্ত্রন - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১১ মে, ২০২২

ব্যাঙ্ক থেকে ইচ্ছামতো টাকা তোলা বা জমায় নতুন নিয়ন্ত্রন

 

আয়করের আওতায় পড়া সকলে কর দিচ্ছেন কি না তাঁর উপরে নজরদারি চালাতে অতীতেও অনেক নিয়ম চালু করেছে সিবিডিটি।এবার ফের নতুন নিয়ম নিয়ে আসলো।কোনও ব্যক্তি সারা বছর নিজের সব অ্যাকাউন্ট মিলিয়ে যদি ২০ লক্ষ টাকা জমা করতে চান তবে প্যান থাকা বাধ্যতামূলক।একই ভাবে টাকা তোলার ক্ষেত্রেও লাগবে প্যানের উল্লেখ।চলতি মাস থেকেই এই নতুন নিয়ম লাগু হচ্ছে বলে সব ব্যাঙ্ককে নির্দেশ পাঠিয়েছে সেন্ত্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস।নগদ লেনদেনে রাশ টানতে অনেক আগে থেকেই উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।এবার বার নগদ টাকা জমা বা তোলার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতেই আয়কর আইনে বদল আনা হয়েছে।

বিভিন্ন ব্যাঙ্কের কাছে যে নির্দেশ এসেছে তাতে এই নিয়ম কার্যকর হবে আগামি ২৬ মে থেকে।এখন কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু-লক্ষ টাকা বা তাঁর বেশি জমা করতে গেলে প্যান বাধ্যতামূলক রয়েছে।এই একই নিয়ম থাকবে টাকা তোলার ক্ষেত্রেও।দু-লক্ষ টাকার কম লেনদেনের ক্ষেত্রে তেমন কড়াকড়ি নেই।এর ফলে অনেকেই কম পরিমান টাকা বার বার লেনদেন করেন।কিন্তু এবার যে নিয়ম চালু হচ্ছে তাতে সারা বছর মোট ২০ লক্ষ টাকা প্যান ছাড়া তোলা বা জমা করা যাবে।শুধু তাই নয়,এক ব্যাক্তি বা সংস্থার নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটাউ বিবেচ্য হবে।দেখা হবে সব অ্যাকাউন্ট মিলিয়ে মোট জমা ও তোলা ২০ লক্ষ টাকা হচ্ছে কি না।ে ক্ষেত্রে শুধু রাস্ট্রয়ওই নয়,বেসরকারি ও সমবায় ব্যাঙ্ককেও ধরা হবে।পোস্ট অফিসের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।

ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকার বেশি তুলতে গেলে আয়কর কেটে নেওয়ার নির্দেশ অতীতেই জানিয়েছিল অর্থমন্ত্রক।আয়করের আওতায় পড়া সকল নাগরিক কর দিচ্ছে কি না  তাঁর উপর নজরদারি চালাতে অতীতেও অনেক নিয়ম চালু করেছে সিবিডিটি।ে বার নতুন নিয়মে সেই ব্যবস্থাতেই আরও জোর দেওয়া হবে।যদিও এপ্রিলে নতুন অর্থবর্ষ  শুরু হওয়ার পরে কি ভাবে এই নিয়ম কাজ করবে তা নিয়ে বিস্তারিত নির্দেশ ব্যাঙ্ক বা অন্য আর্থিক সংস্থার কাছে এখনও আসেনি। তবে বলা হয়েছে,লেনদেনের সময় প্যানের বদলে কোনও ব্যক্তি আধার নম্বরও উল্লেখ করতে পারেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here