গোরক্ষপুরে হামলাকারীর জঙ্গিযোগ,দাবি পুলিশের - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২ মে, ২০২২

গোরক্ষপুরে হামলাকারীর জঙ্গিযোগ,দাবি পুলিশের

গোরক্ষপুর মন্দিরের সামনে পাহারারত পুলিশের দিকে তেরে গিয়েছিল মুর্তাজা।তখনই তাঁকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। 


উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মন্দিরে পুলিশের দিকে তেরে যাওয়ার ঘটনায় মূল অভিযুক্ত মুর্তাজা আহমেদ আব্বাসির সঙ্গে জঙ্গি সংগঠন আইএসআইএস এর যোগাযোগ খুজে পেল যোগী আদিত্যনাথের পুলিশ 
ঘটনার পরেই তদন্তের ভার তুলে দেওয়া হয় পুলিশের সন্ত্রাসদমন শাখার হাতে।রবিবার লখনউ পুলিশের এটিএস দাবি করেছে,গোরক্ষপুর মন্দিরে হামলায় ধৃত মুর্তাজা আহমেদ আব্বাসির সঙ্গে আইএসআইএস-এর যোগাযোগ পাওয়া গিয়েছে।মন্দিরে পাহারা রত পুলিশ এর দিকে তেরে গিয়েছিল মুর্তাজা।তখনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ পরে জঙ্গি যোগের ইঙ্গিত দিয়েছিল।মুর্তাজার বাবা দাবি তাঁর ছেলে মানসিক ভারসাম্যহিন।কিন্তু উত্তর প্রদেশ পুলিশ প্রথম থেকেই এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগের দাবি জানায়।রবিবার পুলিশ কর্তারা দাবি করে,ধৃত আব্বাসির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি সিম কার্ড।পুলিশের ধারনা ওই সিম কার্ড দিয়ে দেশে বিদেশে জঙ্গি দের সঙ্গে তাঁর যোগাযোগ রেখে চলত।পুলিশ আরও দাবি করে আব্বাসির ল্যাপটপ থেকেও পাওয়া গিয়েছে একাধিক জঙ্গি সংঘটনের প্রকাশ করা ভিডিও।এমনকি তাঁর ইমেল টুইটার ও ফেসবুক থেকে প্রমান মিলেছে বলেও পুলিশের দাবি।পুলিশের দাবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক ইসলামিক জঙ্গি গোষ্ঠীর কাজকর্ম অনুসরন করত আব্বাস।তদন্তকারি দের দাবি ধৃত আব্বাসি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে প্রায় ৮.৫ লক্ষ্য টাকা পাঠিয়েছে।পুলিশ জানিয়েছে ২০১৩ সাল থেকেই সন্ত্রাসবাদি কার্যকলাপে যুক্ত ছিল আব্বাসি।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here