জি-৭ শীর্ষবৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে জার্মানি সহ কয়েকটি সদস্য দেশের দ্বিধা রয়েছে বলে আগে একটি খবরে দাবি করা হয়েছিল।রাশিয়াকে চাপে ফেলতে জি-৭ গোষ্ঠী ভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর জন্য সওয়াল করবে জার্মানি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্লিন সফরের মাঝেই সে দেস্র একাধিক সংবাদ মাধ্যমে এই ইঙ্গিত দেওয়া হয়েছে।আগামি জুন মাসে মিউনিখের বাভারিয়ায় ওই শীর্ষ বৈঠক হওয়ার কথা।জার্মানি চাইছে সেনেগাল,দক্ষিন আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রনেতাদের পাশাপাশি মোদীকেও সেখানে আমন্ত্রণ জানাতে।সোমবার সন্ধ্যায় বার্লিন জার্মানির চ্যান্সেলর ওলাফের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেখানে দুই নেতার জি-৭ এর শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা হতে পারে বলে বিদেশ মন্ত্রকের সুত্রে জানা গিয়েছে।জি-৭ বৈঠকে মোদীকে আমন্ত্রণ করে মস্কোকে আরও কোণঠাসা করার ছক কষতে চলেছে ওলাফ।
এখনও কোন আন্তর্জাতিক মঞ্চে রুস-ইউক্রেন সেনার হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সমর্থন করেনি ভারত।এই পরিস্থিতিতে জি-৭ শীর্ষ বৈঠকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে ভারতকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে জার্মান সহ কয়েকটি সদস্য দেশের দ্বিধা রয়েছে বলে প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে।রাশিয়াও এক সময় এই জি-৭ এর সদস্য ছিল।২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া দখলের পর আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির দাড়া বহিস্কার করা হয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন