পথ দুর্ঘটনায় মৃত্যু অ্যান্ড্র সাইমন্ডস - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৬ মে, ২০২২

পথ দুর্ঘটনায় মৃত্যু অ্যান্ড্র সাইমন্ডস

 



মর্মান্তিক সরক দুর্ঘটনায় প্রয়াত অ্যান্ড্র সাইন্ডস।নিজেই গাড়ি চালাছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার।আচমকা গাড়ির নিয়ন্ত্রন হারান তিনি।উদ্ধার কারি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেও বাঁচাতে পারেনি সাইমন্ডসকে।মাত্র ৪৬ বছর বয়সে অকাল মৃত্যু হল তাঁর।

মাত্র কয়েক মাস আগে না ফেরার দেশে পারি দিয়েছে শেন ওয়ার্ন ও রডনি মার্শ।সেই শোক ভলার আগে আবার অস্ট্রেলিয়ার নক্ষত্র পতন ঘটলো।নেমে আসলো শোকের ছায়া অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে।এবার সেই তালিকাতে নাম লিখলেন অস্ট্রেলিয়ার মারাত্মক অলরাউন্ডার সাইমন্ড।পুলিশ সুত্রের খবর শনি বার গভীর রাতে এই দুর্ঘটনা টি ঘটেছে।দ্রুত উদ্ধার কারি দল এসে তাঁকে উদ্ধার করেও বাচান গেলো না তাঁকে।রবিবার অস্ত্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিজেস্ব ওয়েব সাইটে এই খবর ঘোষণা করা হয়।

ওয়ান ডে র বিশেষজ্ঞ হিসাবেই অধিক খ্যাতি ছিল তাঁর।আদায় করে নিয়েছিল অস্ট্রেলিয়ার সেরা অলরাউন্ডার এর স্বীকৃতিও।প্রাক্তন অজি অধিনায়ক বর্ডার বলেছেন,"ও ছিল এক জন ভ্রমন প্রিয় ক্রিকেটার।সব সময় দর্শকদের আনন্দ চাইত।দর্শকরা ওর স্টাইল খুব পছন্দ করত।

তিনি তাঁর ক্রিকেট জিবনে ১৯৯৮ সাল থেকে ২০০৯ পর্যন্ত মোট ২৬ টেস্ট ও ১৯৮ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।শুধু ব্যাট নয় বলেও তাঁর কৃতিত্ব দেখিয়েছেন।তাঁর ক্রিকেট কেরিয়ারে মোট রান করেছেন ৫০৮৮ রান ও উইকেট নিয়েছেন মোট ১৩৩ টি।টেস্টে দুটি শতরান সহ ১৪৬২ রান করেন।তাঁর সাথে ২৪ টি উইকেট ও রয়েছে তাঁর নামে।টি ২০ ফরম্যাটে ১৪ টি ম্যাচ খেলে ৩৩৭ রান করার সঙ্গে উইকেট ও রয়েছে তাঁর নামের পাশে।খেলা ছাড়াও ভাস্যকর হিসাবেও তিনি জনপ্রিয় ছিলেন।কিন্তু মাত্র ৪৬ বছর বয়সে তিনি পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here