ফিরতি সাক্ষাতে নামার আগে নিভারপুল শিবিরে এক মাত্র ধাক্কা রবের্তো ফির্মিনোর না থাকা।পায়ের চোটের সঙ্গে যুক্ত হয়েছে পেটের সমস্যা।
ফাইনালের ছাড়পত্র আদায় করা অঙ্কে সহজ।আজ ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ গোল শূন্য থাকলেও প্রথম পর্ব ২-০ এগিয়ে থাকার সুবাদে লিভারপুল পৌঁছে যাবে ফাইনালে।ম্যাচ যদি ১-০ জেতে ভিয়ারিয়াল তা হলে দুই পর্ব মিলিয়ে ২-১ ফলে ফাইনালের টিকিট নিশ্চিত মহম্মদ সালাহদের।কিন্তু ম্যাচ যদি কমপক্ষে ২-০ গোলেও জেতে ভিয়ারিয়াল দুই পর্ব মিলিয়ে ফল দাঁড়াবে ২-০।তখন ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ের দিকে।তাঁর পর থাকবে ট্রাইফিগারে এর দিকে।সোমবার সাংবাদিক সম্মেলনে প্রথম পর্ব শেষের মতোই সাবধানী য়ুর্গেন ক্লপকে দেখা গেলো।লিভারপুল ম্যানেজার বলে দিলেন,আমাদের চেস্টা থাকবে,স্পেনের মাটিতে যেন কোন সমস্যার মুখে পড়তে না হয়।তাঁর জন্য কি ধরনের ফুটবল খেলার প্রয়জন,সেটা এই দলের সকলেই জানে।কিন্তু এটাও জানিয়ে রাখা দরকার,ঘরের মাঠে ভয়ংকর হয়ে উঠতে পারে ভিয়ারিয়াল।ফিরতি সাক্ষাতে নামার আগে লিভারপুল শিবিরে একমাত্র ধাক্কা রবের্তো ফির্মিনোর না থাকা।পায়ে চোটের সঙ্গে যুক্ত হয়েছে পেটের সমস্যা।ক্লপ বলেছেন অনুশিলন করলেও মাঠে খেলার মতো পরিস্থিতি নেই ফির্মিনো।বাকিদের দায়িত্ব নিতে হবে জয় নিশ্চিত করতে।ক্লপের দল তাকিয়ে থাকবে দুই তারকা গোলস্কোরার মহম্মদ সালাহ ও সাদিয়ো মানের দিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন