রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে,তাদের নতুন অস্ত্রশস্ত্রের পরীক্ষা চলছে।এটিও সেই পরীক্ষার অংশ ছিল।এবার ঝুলি থেকে ফের নতুন ক্ষেপনাস্ত্র বের করল রাশিয়া।নাম 'জারকন হাইপারসনিক ক্রূজ মিসাইল'।গত কাল তাঁর সফল পরীক্ষা করেছে রাশিয়া।ব্যারেন্টস সাগরে উপস্থিত রুশ জুদ্ধজাহাজ অ্যাডমিরাল থেকে ক্ষেপনাস্ত্র ছোড়া হয় এবং হাজারও কিলোমিটার দূরে থাকা লক্ষ বস্তুর উপর আঘাত হানে সে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে,তাদের নতুন অস্ত্রশস্ত্রের পরীক্ষা চলছে।এটিও সেই পরীক্ষার অংশ ছিল।জারকন পরীক্ষা প্রথম হয়েছিল ২০২০ সালের অক্টোবরে।সেই সময় রুশ প্রেসিডেন্ট বলে ছিলেন দারুন ঘটনা।কিন্তু এখন এই পরীক্ষামুলক উৎক্ষেপণের বার্তা আলাদাই।এক কথায় গোটা বিশ্বকে হুশিয়ারি দেওয়া।এই মিসাইল সব্দের থেকে ৫ থেকে ১০ গুন বেশি গতিতে হাজার কিলোমিটার দূরে নিখুদ লক্ষ ভেদ করতে পারে।
হুমকি তো শুধু ইউক্রেনকে নয়,গোটা পৃথিবীকেই।বিশেষ করে ইউক্রেনের পাশে দারিয়েছে যে সব দেস,তাদের।আজ সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর ও জার্মান চ্যান্সেলর ওলাফের সঙ্গে কথা বলেন পুতিন।দুই রাষ্ট্র নেতাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে ইউক্রেনকে অস্ত্র পাঠানোর পরিনতি মারাত্মক হতে পারে।এই সব সাহায্যের জন্য পুতিন আরও ক্ষুব্ধ ইউরোপীয় দেশ গুলির উপর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন