সামরিক ব্যায়ে ভারত এখন তিন,সামনে আমেরিকা ও চীন - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

সামরিক ব্যায়ে ভারত এখন তিন,সামনে আমেরিকা ও চীন

 

সামরিক সমিক্ষা সংস্থা স্টখোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে যে ২০২১ সালে এই খাতে ভারতের ৭৬৬০ কোটি ডলার খরচ হয়েছে। প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকাতেই বহাল রইল ভারত।সুইডেনের প্রতি রক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে আমেরিকা ও চিনের পরেই ভারতের অবস্থান।এর আগে সামরিক ব্যয়ের পরিসংখ্যানে রাশিয়াকে ছুয়ে ফেলেছিল ভারত ২০২০ সালে।

এস আই পি আর আই এর দেওয়া তথ্য বলছে,২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত ভারতের প্রতি রক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৩৩%।২০২০ সালের তুলনায় ২০২১ সালে তা বেড়েছে ০.৯%।প্রাপ্ত তথ্য বলছে ,সেই বছর সামরিক খাতে প্রায় ভারতের ৭৬৬০ কোটি ডলার খরচ হয়েছে। 

অন্য দিকে ২০২১ সালে আমেরিকার মোট প্রতি রক্ষা বরাদ্দ ছিল ৮০১০০ কোটি ডলার।আর চিনের বরাদ্দ ছিল ২৯৩০০ ডলার।কোভিড কালে আমেরিকার প্রতিরক্ষা ব্যয় ১.৪% কমলেও চিনের বেড়েছে ৪.৭%।তাদের মতে পৃথিবীর মোট প্রতিরক্ষা ব্যয়ের ৬২% মিলিত ভাবে আমেরিকা রাশিয়া চীন ভারত ও ব্রিটেনের দখলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here