জ্বালানি নিয়ে প্রশ্নের মুখে স্মৃতি - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

জ্বালানি নিয়ে প্রশ্নের মুখে স্মৃতি

 

বিমান থেকে নামার সময় মহিলা কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করে অসস্তিতে ফেলার ঘটনায় সরব হয়েছেন অসমের বিজেপি নেতৃত্ব। গুহাটিতে উত্তরপূর্ব আঞ্চলিক বৈঠকে অংশ নিতে আসছিলেন কেন্দ্রীয় নারি ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি।গুয়াহাটি বিমানবন্দরে নামার পর নামতে থাকা যাত্রীরা স্মৃতি ইরানিকে পেয়ে বিহুর শুভেচ্ছা জানাছিলেন।কিন্তু তাল কাটল তেল ও গ্যাসের মুল্যবৃদ্ধি নিয়ে ধেয়ে আসা প্রশ্নে।এই একই বিমানে ছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী নেত্তা ডি সুজা।বিমানের মধ্যেই ভিডিও করতে করতে স্মৃতি ইরানিকে মুল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতে থাকেন।বিমান থেকে নামার পরও এই সাওয়াল জবাব চলতে থাকে।নেত্তাকেও ঘটনাটি মোবাইল বন্দি করতে দেখা যায়।পরে তিনি সেই ভিডিও টুইট করে লেখেন মোদী মন্ত্রীসভার মন্ত্রী স্মৃতি ইরানি এলপিজির দাম বাড়ার জন্য তিকা,রেশন,এমনকি গরিবদেরও ঘাড়ে দোষ চাপালেন।

বিমান থেকে নামার মুহুর্তে মহিলা কুংগ্রেস সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করে অসস্তিতে ফেলার ঘটনায় সরব হয়েছেন অসমের বিজেপি নেতৃত্ব রাজ্যের মন্ত্রীসভার মুখপাত্র পীযূষ হাজ্রিকা বলেন,গনতান্ত্রিক রাষ্ট্রে মন্ত্রিদের কাছে কইফিয়ত তলবের নানা প্লেতফর্ম রয়েছে ,মহিলা কংগ্রেস সভাপতি য়ই পথে না গিয়ে স্মৃতি ইরানিকে যে ভাবে অপদস্ত করার চেষ্টা করেছেন,তা নিন্দনিয়।এটা ভারতীয় সংস্কৃতি নয়,অসমের সংস্কৃতিত নয়ই।এই ধরনের আচারন না করার জন্য নেত্তাকে সতর্ক করে দেন।একই সুরে প্রতিবাদ করেছেন রাজ্যসভার সদস্য পবিত্র মার্ঘারিটা।তিনি বলেন স্মৃতি ইরানির সঙ্গে দুর্ব্যবহারই করলেন নেত্তা।কোনও রাজনিতিকের সুস্থ বিতর্কের প্রক্রিয়া নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here