বছরের প্রথম দিনও আত্মহত্যার ঘটনা ঘটল কলকাতা মেট্রোস্টেশনে।আজ দুপুর সারে ১২ টা নাগাদ ঘটনা টি ঘটে ময়দান মেট্রো স্টেশনে।আপ লাইনে দ্রুত গতিতে ট্রেন আসার সময় আচমকা ঝাপ মারে ওই যুবক।ঘটনা স্থলেই মৃত্যু হয় ওই যুবকের।মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।মনে হচ্ছে ওই যুবকের বয়স ৩০ বছরের কাছাকাছি। ইতি মধ্যে দেহ উদ্ধার করে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আপ ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকে।মহানায়ক উত্তম কুমার থেকে সুভাষ গামী মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়।সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর লাইনও বন্ধ হয়ে যায়।পরিস্থিতি স্বাভাবিক হতে ৪৫ মিনিট এরও বেশি সময় লেগে যায়।অবশেষে দুপুর ১ঃ৩০ নাগাত পরিষেবা স্বাভাবিক হয়।ব্যাস্ত সময়ে এই ঘটনার ফলে নাকাল হন নিত্যযাত্রীরা।গভীর সঙ্কটের সম্মুখীন হতে হয় সাধারন মানুষকে।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
Home
Unlabelled
ময়দান মেট্রো স্টেশনে আত্মহত্যা যুবকের
ময়দান মেট্রো স্টেশনে আত্মহত্যা যুবকের
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
শুধু রাজিনিতি ও বিতর্কিত খবর নয়। আমরা আপনাকে সেই খবর জানাবো যেটা আপনি পড়তে চান। দেশ ছাড়িয়ে বিদেশের খবর যেটা জানার দরকার সেটাও আপনি আমাদের কাছেই পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন