জোরা গোল করার পাশাপাশি এই ম্যাচে তিনটি গোল নেইমার ও মেসিকে দিয়ে করিয়েছেন ফরাসি তারকা। ম্যাচের নায়কও বেছে নেওয়া হয় তাকে। অবশেষে দেখা গেলো বহু প্রতক্ষিত ফুটবল জাদু।ফরাসি লিগ অয়ানের ম্যাচে দুরন্ত ছন্দে M N M ত্রিফলা।তাদের দাপটে লরিয়কে ৫-১ গোলে হারাল PSG।জোরা গোল নেইমার দা সিল্ভা জুনিয়র ও এম্বাপের।গোল পেলেন মেসিও।এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে মেসি নেইমার রা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের মেসিদের থেকে ১২ পয়েন্ট পিছনে।
জোড়া গোল করার পাশাপাশি এই ম্যাচে তিনটি গোল নেইমার ও মেসিকে দিয়ে করিয়েছেন ফরাসি তারকা।ম্যাচের তারকাও তাকেই বেছে নেওয়া হয়। এম্বাপের বাড়ানো বল থেকেই ১২ ও ৯০ মিনিটে নেইমারের গোল।৭৩ মিনিটে মেসির গোলের ক্ষেত্রেও তার প্রয়াস।এই ম্যাচে জোড়া গোল করায় চলতি মরসুমে তিনি ১৭ গোল করে ফেললেন।২৮ ও ৬৭ মিনিটে দুটি দর্শনীয় গোল করেন এমবাপে।সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাট্রিক করতে পারতেন তিনি।তার এই খেলার ধরন দেখে মুগ্ব বিপক্ষ কোচও।খেলার শেষে বিপক্ষ কোচ বলেন এমবাপের মতো ফুটবলার থাকলে খেলাটা কঠিন হয়ে যায়। নিঃসন্দেহে এমবাপে বিশ্বের সেরা স্টাইকার এখন।প্যারিস ও ফ্রান্স এর হয়ে খেলতে মানলে গর্ব হয়।
তবে জয়ের রাতেও পিএসগি দর্শকদের বিদ্রুপের হাত থেকে রক্ষা পেলেন না ম্যানেজার মৌরিসিয়ো। যদিও তা নিয়ে প্রাক্তন টটেনহ্যাম নারাজ।তিনি বলেছেন সমরথকদের অনেক চাহিদা থাকে।তার কোনটা হয়তো পুরন করা সম্ভাব হয়,আবার কোনটা পুরন করা সম্ভাবে আমরা ব্যার্থ হয়।ম্যানেজারের হিসাবে দর্শকের এই ক্ষোব বা বিরক্তির মুখোমুখি তো হতেই হবে।আমি ইতি বাচক মন নিয়েই এই সমালচনাকে গ্রহন করছি।আমাদের বাকি ম্যাচেও এমনই জয় তুলে নিতে হবে।ফরাসি লিগ অয়ান জিতলে হয়তো এই ক্লাবের সমর্থকরা খানিকটা খুশি হবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন