কংগ্রেসকে ছাড়া জোট নয়,বার্তা পাওয়ারের - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

কংগ্রেসকে ছাড়া জোট নয়,বার্তা পাওয়ারের

 মুখ্যমন্ত্রী মমতার চিঠি পাওয়ার পরে প্রায় এক পক্ষকাল পরে,বৃহস্পতিবার এনসিপি শীর্ষ নেতার কোথায় স্পষ্ট,কংগ্রেসকে ছাড়া কোনও বিরোধী জোটে উৎসাহী নন তিনি।মার্চের শেষে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিরোধী নেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি লেখার পরে একমাত্র নড়েচড়ে বসলেন শরদ পাওয়ার। সেই সময় তিনি দিল্লীতে এক তৃণমূল সংসদকে বলে ছিলেন মুম্বইয়ে বৈঠকের আয়োজন করবন।দিল্লীতে বৈঠক হলে তা নিয়ে অনেকের অমত ছিল।কারন দিল্লীতে বৈঠক হলে তা গান্ধী পরিবারের হারে থাকবে।আর  যদি এই বৈঠক মুম্বইয়ে হলে সে রকম হবে না। 

কিন্তু মমতার চিঠি পাওয়ার এক পক্ষ পরে বৃহস্পতিবার এনসিপি শীর্ষ নেতার কোথায় স্পষ্ট,কংগ্রেসকে গুরুত্বহীন করে কোনও বিরোধী জোটে উৎসাহী নন তিনি।মুম্বয়ে সাংবাদিকদের সামনে পাওয়ার বলেন,অ বিজেপি রাজনৈতিক দল্গুলিকে একজোট করার যে প্রক্রিয়া আমরা শুরু করতে চলেছি,কংগ্রেসকে সঙ্গে নিয়েই তা আমরা করতে চাই।তিনি আরও বলেন কংগ্রেসকে বাদ দিয়ে কোনও ফ্রন্ট তৈরি হওয়া সম্ভব নয়।কারন তারা এখনও দেশের দ্বিতীয় বৃহতম দল।সেই জন্য কংগ্রেসকে সঙ্গে নিয়েই চলতে হবে।এর আগে পাওয়ারের সঙ্গে দেখা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও শিব সেনা নেতা উদ্বব ঠাকরে।মমতার চিঠি প্রসঙ্গে পাওয়ার বলেন,তিনি বা মমতা এখনও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেনি।৯-১০ জন অ বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বোলার পরিকল্পনা রয়েছে তাদের।তার বক্তব্য আমরা অদের কাছে সুবিধা মতো সময় চাইব।কোথায় বৈঠক টি হতে পারে,তা নিয়েও কথা বলব।মুখ্যমন্ত্রী মমতা অনেকে চিঠি পাঠিয়ে ছিলেন।তাদের মধ্যে সনিয়াও ছিলেন।কিন্তু তিনি চান সনিয়া নেতৃত্বে এই জোট না গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here