নিউ ইয়ের্কের সানসেট পার্কের সাবওয়ে স্টেশনে বন্দুক বাজের হানা।এল পাথারি গুলি চালাল ওই বন্দুক বাজ।এই ঘটনায় আহত হয়েছে ১৩ জন।হামলার দায় নেয়নি কোনও জঙ্গি গোষ্ঠী।
আবার বন্দুক বাজের হানা নিউ ইয়র্কে।মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিস্ফোরণের সব্দ।এলপাথারি গুলিও চালায় কয়েক জন আততায়ী।স্টেশনে ভোরে যায় ধয়ায়।স্টেশন থেকে শোনা যায় আম জনতার আর্তনাত চিৎকার।নিউ ইয়র্ক প্রশাসন সুত্রে খবর,এই হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে।ঘটনা স্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকও।নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে,তাদের প্রাথমিক অনুমান গুলি কিংবা বড় কোনও বিস্ফোরক ব্যাবহার হয়েছে। এই বিষয় নিয়ে পুলিশ তদন্ত চালাছে।আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।এর ফলে অসুবিধায় পরে নিত্য যাত্রীরা।এছাড়া সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।নিউ ইয়র্কের দমকল দফতরের তরফে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।তবে তারা এই টুকু জানাছে জে,সকাল সারে আটটা নাগাত স্টেশন থেকে ধোয়া ওঠার খবর পেয়ে ঘটনা স্থলে যায় কর্মীরা।আমজনতার কাছে পুলিশ এর আবেদন তারা যেন ৩৬ স্ট্রিট এড়িয়ে ছলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন