SSC প্রার্থিদের ধর্নার এক বছর পুর্ন - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

SSC প্রার্থিদের ধর্নার এক বছর পুর্ন

 ্সছুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধ্বার্থ বলেন, আমরা খুবই সহানুভূতিশীল।অদের সঙ্গে আলচোনাও হয়েছে।তবে আইনি জটিলতায় এই মুহুর্তে নতুন পদক্ষেপ করা খুবই কঠিন। 

দ্রুত নিয়োগের দাবিতে SSC-এর মেধা তালিকাভুক্ত নবম থেকে দসম শ্রেনির চাকরি প্রার্থিরা তিন দফা মিলিয়ে যে ধর্নায় বসেছিলেন তার আজ একবছর হল। চাকরি প্রার্থিরা জানাচ্ছেন প্রথম দফায় ২০১৯সালের মার্চে প্রেস ক্লাবের সামনে ২৯দিন ধরে চলেছিল তাদের অনশন কর্মসুচি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থচট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন।মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে নিয়োগের বিষয়টি লোকসভা ভোটের পর দেখা হবে।কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ। 

পরে ২০২১ সালে জানুয়ারি থেকে সল্টলেকে সেন্টার পার্কের পাসে ১৮৭ দিন ধরে আন্দোলন চলে। ফের সেখানে সরকার দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিলেও তাও রক্ষা করা হয়নি।ফের অক্টোবর থেকে সোমবার পর্যন্ত ১৪৯ দিন ধরে মেয়ো রোডে অনসনে বসে তারা। এই তিন বারে মোট ৩৬৫ দিন আন্দোলন করছে তারা। আজও তাদের দাবি পুরন হয়নি।কিন্তু কেনো এখনও নিয়োগ আটকে আছে সে বিষয়ে সরকার এখনও মুখ খলেনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here