ওয়াঘার ওপার থেকে কড়া চ্যালেঞ্জ IPL-কে - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ওয়াঘার ওপার থেকে কড়া চ্যালেঞ্জ IPL-কে

 

২০০৮ সালে IPLশুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস,ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান লিগ জনপ্রিয় হলেও পাকিস্থান প্রিমিয়ার লিগ কিন্তু সেভাবে জনপ্রিয়তা বারেনি।বিশেষ করে আর্থিক চ্যুক্তি নিয়ে মাঝে মধ্যেই বিতর্কে জরিয়েছে এই লিগ।

IPLনা PSL,কোণ লিগ সেরা,সেই প্রশ্নের জবাব কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজা বলেছিলেন,সবার উপরে IPL।কোনও লিগ এর ধারে কাছে আসতে পারে না।কিন্তু IPL-কে সরাসরি চ্যালেঞ্জ পাকিস্থান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।পাকিস্থান লিগে কিছু পরিবর্তনের পরিকল্পনা নিয়েছেন তিনি। তার মতে সেই রকম হলে নাকি আর কেউ IPL খেলতেই যাবেন না।

রামিজ বলেন আমাদের আর্থিক ভাবে আরও সবল হতে হবে।আর তার জন্য PSL-কেই পাখির করতে হবে। আগামি বছর থেকে ড্রাফেটর জায়গায় নিলাম পদ্দতিতে ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা করছি।বাজার অনুযায়ী আমদের বদলাতে হবে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনায় করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তার পরই IPL-কে সরাসরি চ্যালেঞ্জ করে বসেন রামিজ।তিনি বলেন ,এটা অর্থের খেলা।যত তারাতারি আমরা আর্থিক ভাবে সাবলম্বি হব তত বেশি পাকিস্থানের সম্মান বারবে।তার জন্য পিএস এল এর দিকেই নজর দিতে হবে। নিলামের পদ্দ্বতিতে ক্রিকেটার কেনা হলে দল গুলিকে বেশি খরচ করতে হবে।ক্রিকেটাররা বেশি টাকা পাবে। তার পর দেখব কারা IPL খেলতে যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here