বোরখা খুলে আসার পরই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হল - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

বোরখা খুলে আসার পরই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হল

 

বিধান পরিষদের এই সদস্যের অভিজগ,দুই সম্প্রদায়ের  মধ্যে সংঘাতের বাতাবরনে রাজ্য সরকার নিরব দরসকের ভুমিকা পালন করেছে।বিশ্বনাথ জানিয়েছে ,এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কাছে ইতিমধ্যে ক্ষোভ জানিয়েছেন তিনি।

বোরখা খুলে আসার পরই কর্নাটকের স্কুল পড়ুয়া ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হল।রাজ্যে দশম শ্রেণীর পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।রাজ্য সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে ,হিজাব খুলে আসলে তবেই পরিক্ষাতে বসা যাবে।হুবলি জেলার একটি কেন্দ্রে আজ এক ছাত্রী বোরখা পরে পরীক্ষা দিতে এসেছিল।তাকে পোশাক বদলে আস্তে বলা হয়।ওই ছাত্রী সেই নির্দেশ মেনে পোশাক পাল্টে আসার পরই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে।তবে কর্তৃপক্ষ তার জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করেছে।একই ধরনের ঘটনা ঘটেছে বাগালকোট জেলার একটি পরীক্ষা কেন্দ্রে।সেখানেও পরিক্ষার্থী ছাত্রীটিকে বোরখা খুলে আসতে বলে কর্তৃপক্ষ।কিন্তু সেই নির্দেশ মেনে নেয়নি ওই ছাত্রী।এমন কি সেই ছাত্রী পরিক্ষায় বসেনি।

বিজেপি শাসিত কর্নাটকের একাধিক মন্ত্রী জানিয়েছেন ,পরীক্ষার সময়ে হিজাব নিয়ে হাই কোর্টের নির্দেশ মেনে চলবে সরকার।রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জানিয়েছেন ,নিয়ম ভাংলে করা ব্যাবস্থা নেওয়া হবে।সরকার এই বিষয়ে কোনও আপস করবে না।পরীক্ষা দিতে হবে হিজাব খুলে রেখেই।শিক্ষা মন্ত্রী বি সি নরেশ বলেছেন,সরকারি নিয়ম ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ। কর্নাটকে এই বার প্রায় ৯ লক্ষের মতো পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here