পৃথিবীর সবথেকে দূষিত শহর গুলির মধ্যে শীর্সে রাজস্থানের ভিওয়াড়ি - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৩ মার্চ, ২০২২

পৃথিবীর সবথেকে দূষিত শহর গুলির মধ্যে শীর্সে রাজস্থানের ভিওয়াড়ি

 এই বছরও বিশ্বের দেসগুলির মধ্যে সব থেকে দূষিত রাজধানির তালিকার শীর্ষে দিল্লি। এই বছর দিল্লীতে দূষণের মাত্রা বেরেছে প্রায় ১৫ শতাংশ।পৃথিবীর সব থেকে দূষিত শহর গুলির মধ্যে ৬৩টি শহরই ভারতে অবস্থিত। আইকিউ এয়ার নামক একটি সুইডেনের সংস্থা বিশ্ব বায়ু মান সংক্রান্ত রিপোর্টে উঠে এল এমনই তথ্য।বায়ু দূষণের মাত্রা গড় মাত্রা প্রতি ঘনমিটারে ৫৮.১ মাইক্রোগ্রাম,যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ু মানের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিকের তুলনায় ১০ গুন বেশী।হু-র বায়ু দূষণের মাপকাঠির নিচে নেই রিপোর্টে 

থাকা ভারতের প্রায় কোনও শহরই। তবে উত্তর ভারতের অবস্থা সব থেকে খারাপ বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।তবে এই বছর দূষিত রাজধানি শহর গুলির মধ্যে দিল্লি শীর্ষে।আগের বছরের তুলনায় দিল্লীতে দূষণের মাত্রা বেরেছে প্রায় ১৫ শতাংশ।হু-র বায়ু মাপের মাপকাঠি অনুযায়ী প্রতি ঘনমিটারে বাতাসে দুসকের মাত্রা থাকা উচিৎ ৫ মাইক্রোগ্রাম।কিন্তু দিল্লীতে এর পরিমান ৯৬.৪ মাইক্রোগ্রাম। তবে দূষিত রাজধানির তালিকাতে দিল্লি এক নম্বর থাকলেও বিশ্বের সব থেকে দূষিত শহর হল ভিওয়াড়ি।যা রাজস্থানে অবস্থিত।এর পরেই রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ।

এমন কি বিশ্বের সব থেকে দূষিত প্রথম ১৫ টি শহরের মধ্যে ১০ টি শহরই ভারতে অবস্থিত। এছাড়া আরও শহর আছে দূষণ তালিকাতে। রয়েছে জৌনপুর, নয়ডা,বাগপত,রোহতক,ইত্যাদি শহরের নাম। দূষিত শহর গুলি বেশির ভাগ উত্তরপ্রদেশ ও হরিয়ানায় অবস্থিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here