চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায় - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়

 

টলিউডে ফের শোকের ছায়া।ফের একজন অভিনেতা চলে গেলেন না ফেরার দেশে।নক্ষত্র পতন ঘটলো টলি পাড়ায়।হৃদ রোগে আক্রান্ত হয়ে গতকাল অর্থাৎ বুধবার রাত একটা নাগাত তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৮ বছর।বড় পর্দার পাশাপাশি অনেক টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।গত দুতিনদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনিজ্ঞত কাল একটি সিরিয়ালে সুটিং করছিলেন তিনি।সেখানেই তিনি অসুস্ততা বধ করছিলেন তিনি।পরে তাকে বাড়ি  নিয়ে যাওয়া হয়।বাড়িতেই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়।রাতে অবস্থার অবন্নতি দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু কোন লাভ হয় নি।রাত ১১ টা নাগাত হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।১৯৮৬ সালে তরুন মজুমদারের ছবি পথভোলা দিয়ে বড় পর্দায় আত্ত্বপ্রকাস হয় তার। এর পর নব্বই এর দসকে অনেক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।তিনি অভিনয় করেছেন প্রানের চেয়ে প্রিয়,গীত সঙ্গিত,তুদান,সবুজ সাথি,সুজন সখি,সখী তুমি কার ইত্যাদি হিট ছবিতে কাজ করেছেন।সব থেকে বেশি জনপ্রিয় হয়ে পার্স চরিত্রে কাজ করে।বর্তমানে তিনি মোহ্র,খড় কুট সহ একাধিক সিরিয়ালে কাজ করছিলেন।টালিগঞ্জে তিনি মিঠুদা নামেই বেশি পরিচিত ছিলেন।২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ পুরুস্কারে সম্মানিত করা হয়।কিন্তু তার মৃত্যুতে শোকের ছায়া পুরো টলি পাড়ায়।শোক প্রকাশ করেছেন  অনেক অভিনেতা অভিনেত্রি সহ রাজনৈতিক মহলও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here