অভিযোগ এক হলেও ফিফা এবং উয়েফার বিরুদ্ধে পৃথক আবেদন করছে আরএফইউ।আবেদন দুই ফুটবল নিয়ামক সংস্থার সিদ্দ্বান্তকে অবৈধ দাবি করেছে তারা।
ইউক্রেনে সামরিক অভিজানের জেরা রাশিয়াকে সব ধরনের ফুটবল থেকে নির্ভাসিত করেছে ফিফা ও উয়েফা।বিশ্ব এবং ইউরোপীয় ফুতবলের দুই নিয়ামক সংস্থার এই সিদ্দান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিড়া আদালতের দ্বারস্ত হল রাশিয়া।আন্তর্জাতিক ফুতবলে কি আবার দেখা যাবে রাশিয়া জাতীয় দলকে?রাশিয়ার কোনও ক্লাব কি খেলতে পারবে আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায়?এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে।ফিফা ও উয়েফার বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিড়া আদালতে আবেদন করলো রাশিয়ান ফুটবল ইউনিয়ন।ফিফা ও উয়েফার সিদ্ধান্তকে অবৈধ বলে নিজেদের আবেদন উল্লেখ করেছে রাশিয়া ফুটবল ইউনিয়ন।ফিফার নির্বাসনের কারনে কাতার বিশ্বকাপ ের যোগ্যতা অর্জনের পরেও খেলতে পারছেনা রাশিয়া।আন্তর্জাতিক ক্রিড়া আদালত রাশিয়ার এই আবেদন মঞ্জুর করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন