কাঁপল জাপান, অন্ধকারে টোকিয়ো - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

কাঁপল জাপান, অন্ধকারে টোকিয়ো

 ভুমিকম্পের অনুভুতি হয় স্থানিয় সময় রাত ১১টা ৩৬মিনিটে।ভুমি কম্পনের উৎসস্থল ফুকিশিমা সৈকতের কাছেই সমুদ্রের নিচে মাটি থেকে ৬০ কিমি গভীরে।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩।

জোরদার ভুমিকম্পে কেপে উঠল টোকিয়ো সহ উত্তর পুর্ব জাপানের বিস্তির্ন অঞ্চল।জারি হয়েছে সুনামি সতর্কতা।এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা।দু লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ।রিখটার স্কেলে ৭.৩ কম্পন ধরা পড়েছে।তাই বিশেষজ্ঞরা মনে করছেন সুনামি হতে পারে।তাই উপকূল এলাকা গুলিতে উচ্চু সতর্কতা জারি করা হয়েছে।উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

ভুমি কম্পের পরেই টোকিয়ো ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।সম্প্রতি এক ভিডিও তে দেখা যাচ্ছে পুরো টোকিয়ো শহর অন্ধকারে ডেকে।অন্তত সাত লক্ষ্য বাড়িতে এই মুহূর্তে বিদ্যুৎ বিছিন্ন।টোকিয়ো বিদ্যুৎ সরবরাহ সংস্থা টেপকো জানিয়েছে যত দ্রুত সম্ভাব বিদ্যুৎ পরিষেবা ফেরানর চেস্টা করা হচ্ছে।ক্ষয় ক্ষতির জায়েজা নেয়া ও উদ্ধার কাজের জন্য সেনা বাহিনিকে কাজে লাগান হয়েছে।তবে এত বড় ভুমিকম্প হওয়ার পরও পরমানু কেন্দ্রের কোন ক্ষয় ক্ষতি হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here