মাঠে প্রবেশাধিকারের সুযোগ ২৫ শতাংশ দর্শকের - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৩ মার্চ, ২০২২

মাঠে প্রবেশাধিকারের সুযোগ ২৫ শতাংশ দর্শকের

 

গত বার IPL- এ গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেনি দর্শকরা।ফাকা ছিল পুরো গ্যালারি।কিন্তু এই বছর করোনা পরিস্থিতির বেশ খানিকটা পরিবর্তন হয়েছে।লাগাতার নিচের দিকে যাচ্ছে করোনা গ্রাফ।তাহলে কি এবার গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। এই রকম প্রশ্ন দেখা যাচ্ছিল ক্রীড়া প্রেমি দর্শকদের মধ্যে।কিন্তু সঠিক উত্তর মিলছিল না।অবশেষে আজ মিলল সুখবর।ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI-জানালো এবার থেকে মাঠে বসেই খেলা দেখতে পারবে দর্শকরা।সেই মোতাবেক শুরু হয়ে যাচ্ছে টিকিট বিক্রি।পাওয়া যাবে শুধু মাত্র অনলাইনেইয়াজ বুধবার দুপুর ১২-টা থেকে IPLএর সরকারি ওয়েবসাইট এবং বুক মাই শো-তে গিয়ে টিকিট কাটতে পারবে দর্শকরা। তবে ম্যাচ চলা কালিন কিছু বিধিনিষেধ থাকবে।জানানো হয়েছে খেলা চলা কালিন স্টেডিয়ামে মাত্র ২৫ শতাংশ দরসকের প্রবেশাধিকারের অনুমতি মিলবে।বিসিসিয়াই এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আয়োজকদের সবরকম কোভিড বিধি মেনে চলতে হবে।দর্শকদেরও মানতে হবে।থাকবে শারীরিক দুরত্ব বিধিও।প্রথমে ঠিক হয়েছিল গত বারের মতো দর্শক শূন্য মাঠে ম্যাচ গুলি খেলা হবে।কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আছে,তাই দর্শকদের উন্মাদনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করে বোর্ড।এবাড় ১০ টী দল মোট ৭৮ টি ম্যাচ খালবে। যার মধ্যে ৭০ টি ম্যাচ গ্রুপ পর্বের। মুম্বই ও পুনে মিলিয়ে মোট চারটি জায়গাতে হবে এবারের IPL। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here