হয়েছে লক্ষ্য পুরন,রাশিয়া ঘোষণা করলো - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৬ মার্চ, ২০২২

হয়েছে লক্ষ্য পুরন,রাশিয়া ঘোষণা করলো

 

রুশ সেনার কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় বলেছেন, সেনা অভিজানের প্রথম পর্যায়ের প্রধান কাজ গুলি শেষ হয়েছে।ইউক্রেনে প্রথম পর্যায়ের সামরিক অভিযান শেষ বলে জানালো রাশিয়া।উদ্ধের ৩০দিন পুরনের পর রুশ সেনা জানিয়েছে প্রথন দফার অভিযানে তাদের লক্ষ্যপুরন হয়েছে।তার দাবি আপাতত আক্রমনের অভিঘাত কিছুটা কোমাণড় কারণই রুশ সেনাদের অগ্রগতি থমকে গিয়েছে বলে অনেকে মনে করছেন।

শুক্রবার রুশ সেন্স্র ফাস্ট ডেপুটি চিপ অফ জেনারেল স্টফ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় এক মাসের যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন সাধারিন ভাবে সেনা অভিযানের প্রথম পর্যায়ের কাজ গুলি শেষ হয়েছে।আমরা এখন মূল লক্ষ্য পুরনের জন্য পুর্ব ইউক্রেনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।

প্রসঙ্গত ইউক্রেন সেনার একটি সুত্র উদ্ধত করে শুক্রবার সে দেশের সংবাদ পত্র, দ্য কিভ ইন্ডিপেন্ডন্ট দাবি করেছে,আগামি ৯ মে ইউক্রেন অভিযানে ইতি টানতে পারে রাশিয়ার প্রেসিডিন্ট পুতিন।দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নাৎসি জার্মানির চুরান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ওই তারিখেই সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিল সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ।এখনও ৯ মে পালিত হয় পুরো রাশিয়া জুরে।প্রকাশিত খবরে দাবি পুতিন ে বার জোসেফের পথ অনুসরন করবেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here