লক্ষ কোটি ডলারের লক্ষ্য যোগী আদিত্যনাথ - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৭ মার্চ, ২০২২

লক্ষ কোটি ডলারের লক্ষ্য যোগী আদিত্যনাথ

 আজ মন্ত্রিসভার বৈঠকের পর আম্লাদের সঙ্গে বৈঠকে বসেন যোগী।তিনি জানান দলবদ্ব ভাবে কাজ ও দফতর গুলির মধ্যে পারস্পারিক সহযোগিতা সাফ্ল্য ডেকে আনতে পারে।তিনি আরও বলেন লক্ষ্য হবে এক লক্ষ কোটি ডলারের অর্থনিতি হওয়ার।

প্রথম বার মুখ্যমন্ত্রী হয়ে কার্যত রক্ষণেই বেশী মন দিয়েছিলেন।এবার দ্বিতীয় বার মূখ্যমন্ত্রি হয়ে একদম গড়া থেকে চালিয়ে খেলার ইঙ্গিত দিলেন যোগী আদিত্যনাথ।আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই উত্তরপ্রদেশকে এক লক্ষ কোটি ডলারের অরথনিতিতে পরিনত করার লক্ষ্যমাত্রা বেধে দিয়েছেন যোগী আদিত্য নাথ।একজন নেতা কতটা ভাল টা নির্ভর করে সেই দলের উপর।তাই দ্বিতীয় বার খমতাই আসতেই ছেটে ফেলছেন গত জামানার দিল্লি ঘনিষ্ঠ বিজেপি নেতাদের।নতুন দল সাজানোর লক্ষ্যে জিতেও মন্ত্রিত্ব হারাতে হয়েছে মথুরার বিধায়ক শ্রীকান্ত শর্মাকে।মন্ত্রিসভায় স্থান হয়নি ইসলামাবাদ পশ্চিমের বিধায়ক সিদ্ধার্থনাথ সিংহের।ওই দুই নেতাই অরুন জেটলির ঘনিষ্ঠ ছিল।দীর্ঘ দিন কেন্দ্রে রাজনিতি করে পাঁচ বছর আগে উত্তরপ্রদেশে নির্বাচন করতে গিয়েছিলেন।যোগী শিবিরের কথাই সে সময় বাবা দুর্বল ছিলেন।যে যা বলেছেন টা মেনে নিয়েছেন।কিন্তু এবার ছবিটি আলাদা।দিল্লী থেকে এসে যারাই প্রথম বার মন্ত্রী হয়েছিলেন তাদের অনেকের নাম কাটা গিয়েছে।মোট ২২জনকে এবার বাদ দিয়েছেন যোগী আদিত্যনাথ।এদের মতো উপ-মুখ্যমন্ত্রি পদ থেকে কেশবপ্রসাদ কেও ছেতে ফেলতে তৎপর ছিলেন  যোগী।সিরাথু থেকে কেশবের হার সেই সুযোগও করে দেয়।কারন যোগী ভাল করেই জানেন কারও যদি নিজেস্ব ভোট ব্যাঙ্ক থেকে থাকে টা হল কেশব।যিনি এ যাত্রায় হেরে গেলেও আগামি দিনে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন যোগীকে।তাই ছেঁটে ফেলতে চেয়েছিলেন তিনি।কিন্তু কেশব কে সরালে রাজ্যে ওবিসি দের মধ্যে একটি নেতি বাচক প্রভাব পড়তে পারে। তাই তাকে উপ মুক্ষমন্ত্রি করা হয়েছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here