পাকিস্থানে মসজিদে নামাজের সময় বিস্ফোরণ,মৃত ৩০ জখম ৫০ - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৪ মার্চ, ২০২২

পাকিস্থানে মসজিদে নামাজের সময় বিস্ফোরণ,মৃত ৩০ জখম ৫০

 মসজিদে নামাজ আদাই এর সময় হঠাৎ কেপে উঠল পেশোয়ার।মসজিদের মধ্যে আত্তঘাতি বিস্ফোরণে নিহত এর সংখ্যা বারতে পারে ।  

মসজিদে নামাজ পরছিল শতাধিক মানুষ।ঠিক তখনই আত্তঘাতি বোমা বিস্ফোরণে নিহত ৩০জন।আহত ৫০জনের বেশি।ঘটনাটি ঘটেছে পেসয়ারের কিসসা খাওয়ানি বাজারের এক মসজিদে।

পাকিস্থান খবর সুত্রে জানা গেছে ইতি মধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান হয়েছে।এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও।কি ভাবে এই বিস্ফোরণ হল ,কে বা কারা এই বিস্ফোরনের পেছনে আছে,এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে হাসপাতাল থেকে পাওয়া খবর আহত দের মধ্যে ১০ জনের অবস্থা খুবই খারাপ।নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে ইমরান খান।ঘটনার নিন্দা করেছে ও দ্রুত উদ্ধার কাজ শেষ করতে বলেছেন।

পুলিশ সুত্রে খবর আগের থেকে পিছু নেয় পলিচে।দুপখের মধ্যে গুলির লড়াই হয়। ঠিক সেই সময় এক আততায়ি মসজিদে ঢুকে পরে এবং সেকানে বিস্ফোরণ ঘটাই।বিস্ফোরণে কেপে ওঠে পুরো এলাকা।ঘটনাস্থলে মারা যাই ৩০ জন মানুষ। আহত হয়েছে ৫০ জন প্রিয়াই।আহতের সংখ্যা বারতে পারে বলে জানিয়ছে সরকার।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here