কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩% - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩%

 

প্রায় প্রতি দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রল ডিজেলের দাম।বেড়েছে রান্নার গ্যাসের দামও।নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দামও আকাশছোঁয়া।এই পরিইস্থতিতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের কিছুটা স্বস্তির খবর।বাড়ছে কেন্দ্রীয় কর্মী ও অবসর প্রাপ্ত কর্মী দের ভাতার পরিমান।বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা বৃধির সিদ্ধান্ত অনুমতি হয়।আরও ৩ শতাংশ ডিএ ও ডি আর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসর প্রাপ্তরা। এবার কেন্দ্রীয় কর্মীদের বেড়ে হল ৩৮ শতাংশ।২০২২ সালের জানুয়ারি মাস থেকেই সেটি কার্যকর হবে।সরকারি বিবৃতিতে বলা হয়েছীই বৃদ্ধির ফলে রাজকোষে অতিরিক্ত ৯৫৪৪ কোটি টাকার আর্থিক বোঝা চাপবে।এই সিদ্ধান্তে উপকৃত হবেন মোট ৪৭ লক্ষ ৪৮ হাজার কেন্দ্রীয় কর্মী ও ৬৮লক্ষ ৬২ হাজার পেনশনার করোনার জেরে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্র সরকার।এরপর ২০২১ সালের জুলাই মাসে এক ধাক্কাই ১১% ভাতা বাড়ানো হয়। দ্বিপাব্লির প্রাক্কালে আবার কার্যকর হয় আরও ৩% ডিএ।সব মিলিয়ে করোনা কালের আগে ১৭% থেকে ডিএ বেড়ে হয়েছিল ৩১%। এবার বুধবারের সিদ্ধান্তের পর তা দাড়াল মূল বেতনের ৩৪%এ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here