হিজাব মামলার রায়দানকারি বিচারপতিকে খুনের হুমকির অভিযোগে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়েছিল জামাল মহম্মদ উসমানীকে।আজ তাকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়।এর আগে বিচারপতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত কোভাই রহমতুল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
রাজ্যে বোর্ড পরীক্ষার সময়ও হিজাব পরা যাবে না বলে জানিয়ে দিলেন কর্নাটক শিক্ষা মন্ত্রী বি সি নাগেশ।একটি বেসরকারি টিভি সাক্ষাৎকারে তিনি জানান,যারা হিজাব পড়তে চায় তাদের জন্য নিয়মের কোনও ব্যতিক্রম করা যাবে না।হাই কোর্টের নির্দেশ মেনে হিজাব নিষিদ্ধ থাকবে।হিজাব মামলার রায়দানের জন্য কর্নাটক হাই কোর্টের বিচারপতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে দ্বিতীয় ব্যক্তিকে তামিলনাড়ু থেকে অভিযুক্তকে বেঙ্গালুরুতে নিয়ে এসেছে পুলিশ।শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় কর্নাটক বিজেপি সরকার।হিজাব নিসিদ্ধের পর অনেক ছাত্রী বোর্ডের পরিক্ষাতে বসেনি।সরকারের এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছে অনেক মুসলিম সংঘটনও।কিন্তু এখন তারা তাদের অবস্থান বদল করছে।এখন অনেকেই ছায়ছে তাদের মেয়ে বোর্ডের পরীক্ষা দিক।হাই কোর্টের নির্দেশ মেনে হিজাব ছাড়া তারা যদি পরীক্ষা দিতে চাই তাহলে তাদের পরিক্ষার ব্যাবস্থা করা যেতে পারে দু মাস পরে।কিন্তু হিজাব পরে কেউ পরীক্ষা দিতে পারবে না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন