ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশি জঙ্গি ঢুকছে গোয়েন্দাদের দাবি - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশি জঙ্গি ঢুকছে গোয়েন্দাদের দাবি

 

মধ্যপ্রদেশের ভোপাল ও এ রাজ্যের হাওড়া থেকে গ্রেপ্তার করা কিছু জঙ্গিকে জেরা করে এই তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। পাহাড়ি সীমান্তে নজরদারি কড়াকড়ি নেই।লুকিয়ে ভারতে ঢোকার জন্য ত্রিপুরার ভুপ্রাকৃতিক সুবিধা নিচ্ছে বাংলাদেশের জঙ্গিরা।ওই সীমান্ত পেরিয়ে অনাসে ভারতে প্রবেশ করছে তারা।তার পর এখানে প্রভাব বিস্তার করার চেস্টা চালাচ্ছে।বর্তমানে অসম,মধ্যপ্রদেশের ভোপাল এবং এ রাজ্যের হাওড়ায় ধৃত বেশ কিছু জঙ্গিকে জেরা করে এই তথ্য পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।তাদের দাবি ভোপাল ও অস্মে ধৃত সন্দেহভাজন আল-কায়দা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এদেশে ঢুকে ছিল ত্রিপুরার ব্রাহ্মণ বাড়িয়া সীমান্ত দিয়ে।লকডাউনের আগে কয়েকটি দলে ভাগ হয়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে।অসমের বরপেটা এবং হাওড়ায় কিছু দিন থাকার পর তারা ভোপালে চলে যায়।চলতি মাসের গোঁড়ায় অসমে এক বাংলাদেশি সহ তিন জনকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ।পরে তাদের জেরা করে ভোপাল থেকে আরও ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।তাদের মধ্যে তিনজন বাংলাদেশি।তারা ভারতে ঢুকে ছিল ওই একই সীমান্ত দিয়ে।তাদের জেরা করে পুরুলিয়ার বাসিন্দা পেশায় শিক্ষক আমীরউদ্দিনকে গ্রপ্তার করে পুলিশ।এই সমস্ত জঙ্গিদের লক্ষ ছিল এই রাজ্যের যুবকদের আল-কাইদা সদস্য বাড়ানো।তারা এই কাজে কিছুটা সফলও হয়েছে। জেরায় জানা গিয়েছে ১৫ জনের মতো যুবককে সংঘঠনের সদস্য করতে পেরেছে তারা।তাদের বেশির ভাগ গ্রেপ্তার হয়েছে পুলিশ এর কাছে।বাকিদের খোজ চলছে।এখন প্রশ্ন হচ্ছে আল-কায়দার শিখর কতটা গভীর তা জানার জন্য ধৃত জঙ্গিদের এ রাজ্যে নিয়ে আসতে হবে। তাদেরকে এ রাজ্যে এনে আরও জেরা করতে হবে ।যাতে এর কিছু তথ্য পাওয়া যায়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here