মার্কেজ বলছেন, স্টিমাচ অকে জাতীয় দলে ডাকবে কি না জানি না ।গত দু বছর ওর উন্নতি দেখে বলতে পারারি,এখন ও ভারতের অন্যতম সেরা গোলকিপার।ক্রিকেটের উইকেট রক্ষক আর ফুটবলের গোল রক্ষক দুটি ভুমিকাই অত্যন্ত গুরুত্ব পুর্ন।আবার দুটি কাজি হাতের সাহায্যে হয়ে থাকে।উইকেটের পিছনে ধরা এবং বার পোস্টে দাড়িয়ে গোল বাঁচানোর মধ্যে যেন কোনও কৃতিত্বই নেই। এই কাজের জন্নই তো রাখা হয় তাদের।অথচ গোল খেলে বা ক্যাচ মিস করলেই দোষ।উইকেটরক্ষকদের তাও ব্যাট হাতে সামাল দেওয়ার সুযোগ থাকে।কিন্তু গোলরক্ষকদের সেই সুযোগ টুকুও থাকে না।
এমন কঠিন দায়িত্ব সামলেও গোলরক্ষকরা কখনও কখনও ম্যাচের সেরা পুরুস্কার ছিনিয়ে নেয়।গত রবিবার হাইদ্রাবাদকে চ্যাম্পিয়ান করলো তার দুর্দান্ত খেলা দিয়ে তার পর আর অন্য কাউকে ম্যাচের সেরা বেছে নেওয়ার সুযোগ ছিল না।গোয়ায় জন্ম এই গোলরক্ষকের নায়ক হয়ে ওঠার পথ কিন্তু সহজ ছিল না।২০০৮ সাল থেকে কাট্টিমানি পেশাদারি খেলা শুরু করে।Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
Home
Unlabelled
গোল করে খলনায়ক থেকে গোল বাঁচিয়ে নায়ক
গোল করে খলনায়ক থেকে গোল বাঁচিয়ে নায়ক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
শুধু রাজিনিতি ও বিতর্কিত খবর নয়। আমরা আপনাকে সেই খবর জানাবো যেটা আপনি পড়তে চান। দেশ ছাড়িয়ে বিদেশের খবর যেটা জানার দরকার সেটাও আপনি আমাদের কাছেই পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন