একাধিক নিশানায় আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র টেস্ট করল ভারত - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৭ মার্চ, ২০২২

একাধিক নিশানায় আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র টেস্ট করল ভারত

 গত বুধবারই ভুমি থেকে ভুমি ব্রহ্মস ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষা করা হয়েছিল আন্দামান ও নিকবরে। এছাড়াও ফেব্রুয়ারির গোরাতেই দুরপাল্লার ব্রহ্মস ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে নৌসেনা।

মাঝারি পাল্লার ভুমি থেকে আকাশ ক্ষেপনাত্রের সফল উৎক্ষেপণ করল ভারতীয় সেনা।রবিবার সকাল সারে ১০টা নাগাত অড়িশার বালেশ্বর থেকে এই ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপণ করা হয়।লক্ষ্যবস্তুকে নিখুদ ভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র।ডিয়ারডিও টুইট করে ক্ষেপণাস্ত্রের সফল উতক্ষেপনের কথা জানিয়েছে।টুইট করে আরও জানিয়েছে ডিআরডিও যে ভুমি থেকে আকাশ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে।লক্ষ্যবস্তুকে নিখুদ ভাবে আঘাত করেছে সেই ক্ষেপনাস্ত্র। 

ডিআরডিও এবং ইজরাইলের যৌথ উদ্যোগে ভারতীয় সেনার জন্য এই ক্ষেপনাস্ত্র তৈরি করা হয়েছে।এক সঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে সক্ষম এই ক্ষেপনাস্ত্র।সর্বাধিক ৭০ কিমি দুরের লক্ষ্যবস্তুকে নিখুদ ভাবে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপনাস্ত্রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here