দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল তাতে ছিল সাকিবের নাম।আফগানিস্থানে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি ২০ ম্যাচে ৭৪ রান ও ৭ টি উইকেট নিয়েছিল সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান প্রশ্ন তুললেন সাকিবের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে।খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে রাজি নন সাকিব আল হাসান।সোমবার এই কথা জানাতেই রোসের মুখে পরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান।সাকিব জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান।সেই কারনে দক্ষিন আফ্রিকা সিরিজে খেল্বেন না তিনি।বোর্ড প্রধান প্রশ্ন তোলেন IPLএ নাম তুললেন দেশের হয়ে কেন খেলবেন না সাকিব।বিসিবি প্রধান আরও বলেন সাকিবের যদি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল না হয় তাহলে IPL এ কেন নাম নথি ভুক্ত করলেন এটা নিয়ে ভাবা উচিৎ।সাকিব যদি বাংলাদেশের হয়ে না খেলতে চান তাহলে আমাদের কিছু করার নেই।
নাজমুল আরও বলেন সাকিব বলে যেতে পারে না কোন ম্যাচ খেলব আর কোন ম্যাচ খেলব না।আমরা যাদের ভাল বাসি তাদের প্রতি সব সময় নমনিয় থাকি। কিন্তু তাদের পেসা দার হতে হবে।না হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেটা পছন্দ নাও হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন