বিশ্বের চিন্তা বাড়িয়ে পরমানু পরিক্ষা কেন্দ্র চালু করলো উত্তর কোরিয়া - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৬ মার্চ, ২০২২

বিশ্বের চিন্তা বাড়িয়ে পরমানু পরিক্ষা কেন্দ্র চালু করলো উত্তর কোরিয়া

 

২০১৮সালে বিদেশি সংবাদ মাধমের উপস্থিতিতে পরমানু কেন্দ্র বন্ধ করার কথা ঘোষণা করেছিল কিমের সরকার।কিন্তু ফের নির্মান কাজ শুরু হয়েছে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।জার সমালচনায় সরব হয়েছে আমেরিকা,জাপান ও দক্ষিন কোরিয়ার মতো দেশ।এবার কিম জং উনের দেশে তাদের একটি বন্ধ করে দেওয়া পরমানু পরীক্ষা কেন্দ্র ফের চালু করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানালো দক্ষিন কোরিয়ার সংবাদ মাধ্যম।তারা বলছে এই চিত্র উপগ্রহ চিত্র।দক্ষিন কোরিয়ার দাবি খুব তারাতারি কিম জং পরমানু পরীক্ষা করতে চলেছে।২০১৭ সালের পর কোন রকম পরমানু বোমা পরীক্ষা করেনি উত্তর কোরিয়া। কিন্তু আমেরিকার সঙ্গে নিরস্তিকরন আলোচনায় থমকে থাকায় তারা জে কোন সময় পরমানু কর্মসুচি চালু করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সোল।উত্তর করিয়ার উত্তর-পুর্বে পর্বত ঘেরা এলাকায় পাঙ্গিয়ে-রি পরমানু কেন্দ্রটি অবস্থিত।এই স্থানে ছয় বার পরমানু বোমা পরীক্ষা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here