কলকাতা বাদে অন্য ২৫ টি বিমান বন্দর যাচ্ছে বেসরকারি হাতে - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৩ মার্চ, ২০২২

কলকাতা বাদে অন্য ২৫ টি বিমান বন্দর যাচ্ছে বেসরকারি হাতে

২০২০ সালে আমেদাবাদ,লখনউ ও বেঙ্গালুরু চলে গেছে বেসরকারি হাতে এবং ২০২১ সালে জয়পুর,গুয়াহাটি ও তিরু অনন্তপুরম বিমান বন্দর চলে গিয়েছে বেসরকারি সংস্থার হাতে।


  সারা দেশেই বিমান বন্দর থেকে সরকারের  আয় কমে চলেছে।তাই এই অবস্থায় আগামি তিন বছরের মধ্যে দেশের আরও ২৫ টি বিমানবন্দর তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে।সোমবার রাজ্যসভায় তৃ্নমূল সাংসদ জহর সরকারের একটি প্রশ্নের জবাবে এ কথা জানান বিমান প্রতিমন্ত্রি ভিকে সিংহ।তবে ওই ২৫ টি বিমানবন্দরের তালিকার মধ্যে কলকাতার নাম নেই বলেও স্পস্ট করে দিয়েছেন তিনি।বিমান বন্দর বেসরকারিকরন শুরু হয় দিল্লি ও মুম্বই বিমান বন্দর দিয়ে। সেটা শুরু হয়েছিল ২০০৬ সালে।সেই সময় ঠিক করা হয় দিল্লি মুম্বই এর সাথে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে কলকাতা ও চেন্নাই বিমান বন্দর কেও।কিন্তু তখন বিমানবন্দরের কর্মিদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে। সেই সময় তিন দিন বিমান উরান বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরে।তখন পিছিয়ে যেতে বাধ্য হয় কেন্দ্র সরকার।সেই সময় হায়দ্রাবাদ ও বেঙ্গালুর বিমান বন্দর বেসরকারি করন হলেও কলকাতা ও চেন্নাই রয়ে গিয়েছে কেন্দ্রের হাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here