বিজেপি ভোলেনি কোন প্রেধান মন্ত্রিকে,দাবি মোদীর - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৩০ মার্চ, ২০২২

বিজেপি ভোলেনি কোন প্রেধান মন্ত্রিকে,দাবি মোদীর

 

গত স্বাধিনতা দিবসে লাল্কেল্লার ভাষণে সেই ছবি পাল্টে সব প্রধান মন্ত্রির অবদাঙ্কে যথাযথ গুরুত্ব দেওয়ার লক্ষে একটি সংগ্রহশালা নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী।এবার ১৪ এপ্রিল নেহেরু মিউজিয়ামে প্রধান মন্ত্রী সংগ্রহালয় এর উদ্বোধন করবেন তিনি। 

পরিবারের বাইরে বেরিয়ে এসে একমাত্র বিজেপিই পারে দেশের সব প্রধানমন্ত্রী অবদান সমান ভাবে শ্রদ্বা জানাতে।আজ বিজেপির সংসদিয় দলের বৈঠকে এই দাবি করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ নতুন নয়।বিরোধীদের অভিযোগ,পরিবার ভিত্তিক দল হওয়ায় নেহরু-গান্ধি পরিবারের বাইরে অন্য কংগ্রেসি প্রধানমন্ত্রী যেমন নরসিংহ রাও বা মনমোহন সিংহ কেও যথাযথ গুরুত্ব দেয়নি কংগ্রেস। অবহেলার শিকার হয়েছে তারা।গত স্বাধিনতা দিবসে লালাকেল্লার ভাষণে সেই ছবিটি পাল্টে সব প্রধানমন্ত্রীর অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়ার লক্ষ্যে একটি সংগ্রহ শালা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ওই সংগ্রহশালায় স্বাধিনতার পর থেকে সব প্রধানমন্ত্রীর জীবন ও কাজের নানা দিক আমজনতার উদ্দেস্যে তুলেধরা হবে।আজ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,বিজেপি হল এমন একটি দল,যারা কেবল নিজেদের নয়,সব দলের প্রধানমন্ত্রিদের অবদানকে স্বিকার করে নিতে পারে।

উত্তরপ্রদেশ জয়ের পরে আগামি ছয় মাস গরিব কল্যান অন্ন যোজনা প্রকল্প চালানর পরিকল্পনা নিয়েছে মোদী সরকার।অনন্য বিজেপি নেতা বলছেন এই প্রকল্প আগামি লোকসভা পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা ভাবছে।আগামি ১৪ এপ্রিল বাবা সাহেব ভীমরাও এর জন্ম দিন। সেই উপলক্ষে বিজেপির প্রতিষ্ঠা দিবস ৬এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে আম্বেদকর জয়ন্তী পালনের পাশাপাশি দলিত সমাজের কাছে পৌঁছে তাদের পাসে দাঁড়ানোর বার্তা দিতে সাংসদ ও দলিয় কর্মিদের নির্দেশ দিয়েছে দল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here