ইউক্রেন ইসুতে আমেরিকা ও রাশিয়া দ্বৈরথ নয়া মাত্রা পেল।ইউক্রেনে জৈব গবেষণাগারে বিনিয়োগ করেছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন।ইতি মধ্যে এটি নিয়ে সরব হয়েছে রাশিয়া।এবার মস্কোর অভিযোগই কার্যত মান্যতা দিল আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।জানানো হয়েছে অভিযোগটা কিছুটা হলেও সত্য।হান্টার বাইডেনের পরিত্যাক্ত ল্যাপটপ থেকে পাওয়া ইমেল পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গিয়েছে।
সম্প্রতি ইউক্রেনে জৈব গবেষণাগারগুলিতে বাইডেন পুত্রের মালিকানাধীন ইনভেস্টমেন্ট ফার্মের বিনিয়োগ ছিল বলে দাবি করে মস্কো।রুশ প্রতিরক্ষা বাহিনীর রেডিয়েশন,কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স ট্রপ্স শাখার প্রধান ইগর কিরিলভ বলেছিলেন,ইউক্রেনের জৈব অস্ত্র গবেষণা কর্মসূচি নিয়ে যাবতীয় তথ্য আমাদের হাতে এসেছে।সে গুলি বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি,ইউক্রেনে পেন্টাগন পরিচালিত গবেষণাগারে হান্টার বাইডেনের মালিকানাধীন সংস্থা রোসেমন্ট সেনেকার বিনিয়োগ ছিল প্রায় ২৪০ কোটি মার্কিন ডলার এর মতো।এখানে বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা করে বিপদ জনক অস্ত্র তৈরির চেষ্টা করছিল আমেরিকা,এমনটাই অভিযোগ রাশিয়ার।কেননা রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর জরুরি ভিত্তিতে এসব গবেষণাগার ধ্বংসের নির্দেশ দিয়েছিল ইউক্রেন সরকার।দিন চারেক আগে এনিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করেছিল ব্রিটিশ ডেইলি মেইল।এবার সরা সরি ধরা পড়েছে বাইডেন প্রসাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন