দুঃসময়ে পাশে আছি,বার্তা এবার কলম্বোকে - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

দুঃসময়ে পাশে আছি,বার্তা এবার কলম্বোকে

 ভারত এমন একটা সময়ে দৌত্য করেছে,যখন সে দেশের অর্থনীতির অবস্থা একদম শোচনীয়।মালদ্বীপ সফর শেষ করে এবার আর এক ভারত মহাসাগরিয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা পৌছালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।ওই অঞ্চলে চিনের একচেটিয়া প্রভাব কমানোর জন্য সরকারের সাগর-নীতি কে শক্তিশালী করাটাই তার এই সফরের অগ্রাধিকার।আগামি ৩০ তারিখ পর্যন্ত কলম্বোতেই থাকবেন বিদেশমন্ত্রী।

ভারত এমন একটা সময় শ্রীলঙ্কার সঙ্গে দৌত্য করেছে,জখন সে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়।বলা হচ্ছে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র স্বাধিনতা লাভের পর কখনও এই রকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়নি।শ্রীলঙ্কা বর্তমানে বিদেশি ঋণের ভারে জর্জরিত।এও দেনার দায় থেকে উদ্ধারের জন্য ভারত কোন সুদে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে কলম্বোকে।বিপদের সময় পাসে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি কলম্বোতে বিমস্টেক সম্মেলনেও যোগ দেবেন বিদেশমন্ত্রী।এই সম্মেলনে গোষ্ঠীর সদস্য দেসগুলির রাস্ট্র প্রধানেরা অবস্য মিলিত হবে ভিডিও মাধ্যমে।সেই বৈঠকে দক্ষিন এশিয়া এবং দক্ষিন পূর্ব এশিয়ার সংশ্লিষ্ট দেসগুলির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নকশা তৈরি হবে।ভারতের পক্ষে বিমস্টেক গোষ্ঠী অত্যন্ত গুরুত্ব পূর্ণ,কারন এখানে চীন বা পাকিস্থান নেই।সার্ক যেখানে কার্যত প্রতিনিয়ত গুরুত্বহিন হয়ে জাচ্ছে,সেকানে বিমস্টেক এর মাধ্যমে পাকিস্থানকে এড়িয়ে আঞ্চলিক উন্নয়নে নেতৃত্ব দেওয়া সম্ভব ভারতের।এবার বৈঠকে সেই চেস্টাই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।আজ শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী বাসিলের সঙ্গে দুদেশের অর্থনৈতিক সংযোগ নিয়ে বৈঠক করেছে জয়শঙ্কর।খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পন্য কেনার জন্য শ্রীলঙ্কা সাওরকারকে এই ঋণ দিয়েছে ভারত।আজ ভারত সরকার আশ্বাস দিয়েছে যে সে দেশের বিপদের সময় তারা তাদের পাসে সব সময় আছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here