সম্প্রতি জানা গিয়েছে ,রাশিয়া চাইছে বিস্তারিত ভাবে ইউক্রেন পরিস্থিতি এবং সে দেশের সঙ্গে আলোচনার দিকটি ভারতকে জানাতে।ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার।কুটনৈতিক সূত্রের খবর।তার মধ্যেই ভারতে আস্তে পারেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।বর্তমানে পরিবর্তিত ভুকৌশলগত পরিস্থিতিতে ভারতের সঙ্গে পুরনো সম্পর্ককে ঝালিয়ে নেওয়াই এই আসন্ন সফরের উদ্দেশ্য।
এখনও পর্যন্ত এই সফরের দিনক্ষন ঠিক হয়নি।তবে সুত্রে জানাগিয়েছে ,রাশিয়া চাইছে বিস্তারিত ভাবে ইউক্রেন পরিস্থিতি এবং সে দেশের সঙ্গে আলচনার দিকটি ভারতকে জানাতে।আমেরিকা ও পশ্চিমের আনা রাষ্ট্রপুঞ্জে তিনটি প্রস্তাবেই ভোটদান থেকে নিজেদের সরিয়ে রেখেছে ভারত।সরাসরি রাশিয়ার বিরোধিতায় অংশ নেয়নি।পাশাপাশি রাষ্ট্রের ভৌগোলিক অখন্ডতা বজায় রাখা ,রাস্ত্রপুঞ্জের সনদ মান্য করা এবং যত দ্রুত সম্ভাব হিংসা বন্ধের ডাকও দিয়ে যাচ্ছে ভারত।লাভরভেরপ্রস্তাবিত সফরে অশোধিত তেল আমদানির বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে জানা গিয়েছে।পশ্চিমের আর্থিক নিসেধাজ্ঞার ফলে রাশিয়ার বাণিজ্যিক ব্যাবস্থা ও ব্যাঙ্কিং ব্যাবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।ভারতের সঙ্গে এই দুটি বিষয় নিয়ে কথা বলতে চায় মস্কো।ভারত চাইছে রুপি-রুবল মেকানিজমকে আবার চাঙ্গা করতে। আরও জানা যাচ্ছে লাভরভ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেস্টা অজিত ডোভালের সঙ্গেও সাক্ষাৎ করতে পারে।গত বছর দুই বার ভারত সফরে এসে ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী।২০২১ সালে বিভিন্ন মঞ্ছে চারবার মুখমুখি হয়েছেন জয়শঙ্কর ও লাভরভ।Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৮ মার্চ, ২০২২
Home
Unlabelled
যুদ্ধের মধ্যে আস্তে পারেন রাশিয়ার বিদেশমন্ত্রী
যুদ্ধের মধ্যে আস্তে পারেন রাশিয়ার বিদেশমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
শুধু রাজিনিতি ও বিতর্কিত খবর নয়। আমরা আপনাকে সেই খবর জানাবো যেটা আপনি পড়তে চান। দেশ ছাড়িয়ে বিদেশের খবর যেটা জানার দরকার সেটাও আপনি আমাদের কাছেই পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন