চেন্নাই এর নতুন অধিনায়ক জাডেজা,১৪ বছর পর ছাড়ল ধোনি - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

চেন্নাই এর নতুন অধিনায়ক জাডেজা,১৪ বছর পর ছাড়ল ধোনি

২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন জাডেজা।মাঝে এক বার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন।জাডেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন। IPL-এর আগেই হঠাৎ চেন্নাই সুপার কিংস বড়সড় বদল।প্রথম ম্যাছে নামার দুই দিন আগেই অধিনায়কত্ব ছেরে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।দায়িত্ব তুলে দিলেন জাডেজার উপর।এক স্বাক্ষাত কারে এই কথা জানিয়েছে সুপার কিংস চেন্নাই।


  ২০০৮ সালে শুরু হয় IPL।প্রথম বছর থেকে চেন্নাই এর অধিনায়ক ছিলেন ধোনি।মাঝে ম্যাচ ফিক্সিং এর কারনে দুই বছর খেলতে পারেনি চেন্নাই।তখন পুনে সুপার জায়ান্ট এর হয়ে খেলে ছিলেন ধোনি।চেন্নাই  IPL-এ ফেরার পর আবার তিনি অধিনায়ক হন চেন্নাইয়ের।পুনরাই পর পর দুই বার খেতাব যেতে চেন্নাই।গত বার ফাইনাল খেলেছে।গত বার তারা ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্স কে।

২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছে জাডেজা এই বছর তিনি অধিনায়কত্ব করার সুযোগ পেলজগ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফ্রে আচমকাই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি।শুধু তাই নয় অবসরও নিয়ে নেন তিনি।২০১৭ সালে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যান।২০২০সালের ১৫ অগাস্টে স্বাধীনতা দিবসে সন্ধে ৭.২০ মিনিটে নেট ম্যাধমে অবসর নেন তিনি।প্রশ্ন উঠে আসে IPLখেলা নিয়েও।তিনি জানিয়ে দিয়েছিলেন IPL-খেলে যাবেন।এখন বাকি আর দু দিন ধামাকা শুরু হতে।এর মধ্যে তিনি অধিনায়কত্ব ছেরে দিলেন।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here