ভারত জাপান আর্থিক সম্পর্ক আরও মজবুত - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২০ মার্চ, ২০২২

ভারত জাপান আর্থিক সম্পর্ক আরও মজবুত

 

ভারত জাপান ব্যাবসা আরও এক পা আগাল।বৈঠকের পর মোদী বলেন,এখনও গোটা বিশ্ব কোভিডের সঙ্গে লড়াই করছে।তার উপর ভুকৌশলগত বিভিন্ন ঘটনা আমাদের চ্যালেঞ্জ আরও বারিয়েছে।এই সঙ্কটের সময় আমাদের সহযোগিতা আরও গভির করা প্রয়োজন। এদিকে দুদেশের মধ্যে আর্থিক সম্পর্ককে আরও মজবুত করা। অন্য দিকে অস্থির ভুকৌশলগত পরিস্থিতি নিয়ে নিজেদের নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।এই সিদ্ধান্ত নিয়ে দুই দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও ফুমিয়ো কিশিদা দিল্লীতে বৈঠক করেন এবং তা সফল হয়েছে বলে জানা গেছে।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জানান আগামি পাঁচ বছরে পাঁচ ট্রিলিয়ন ইয়েনের বিনিয়গ পাবে ভারত।বৈঠকের পরে বিবৃতি প্রকাশ করা হয়েছে।জাপানি বিনিয়গের পাশাপাশি সাইবার নিরাপত্তা,নগরন্নয়ন সংক্রান্ত তিনটি চুক্তি সই করেছে ভারত এবং জাপান।বৈঠকে কথা হয়েছে কার্বন নিঃসরণ কমানো নিয়ে।এই বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সমস্যা নিয়েও কথা ওঠে।এই বিষয় নিয়ে দুই দেশ একই মত প্রকাশ করেছে।দুই দেশই একমত,রাস্ট্রের সার্বভৌমত্ব,ভৌগোলিক অখন্ডতা বজয় রাখা প্রয়োজন।খুব তারা তারই হিংসা বন্ধ করে আলোচনা এবং কূটনীতির রাস্তায় ফেরা দরকার।দুই দেশি ইউক্রেন বাসিদের জন্য সহয়তা পাঠাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here