গোলের পাহারে দাড়িয়ে রোনাল্ডো - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৪ মার্চ, ২০২২

গোলের পাহারে দাড়িয়ে রোনাল্ডো

১৯৫৬ শাল থেকে সর্বাধিক গোলের অধিকারিক ছিলেন বিকানের দখলে। ৬৬ বছর পর সেই পাহাড় টপকাল রোনাল্ডো।তৃতীয় স্থানে রয়েছে রোমারিয়ো।তিনি মোট গোল করেছেন ৭৭২ টি। মেসি রয়েছে চতুর্থ স্থানে।তিনি এই পর্যন্ত মোট গোল করেছেন ৭৫৯ টি। পঞ্চম স্থানে পেলে।তার গোলের সংখা ৭৫৭ টি। এই সমস্থ হিসাব ফিফা স্বিকৃত গোলের  

ইতিহাস সৃষ্টি করলেন রোনাল্ডো।বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন তিনি।শনি বার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। ৩-২ ব্যাবধানে হারাই বিপক্ষকে।সেই সঙ্গে টপকে গেলেন জোসেফ বিকানকে।এত দিন জোসেফ ছিল সর্ভাধিক গোল দ্বাতা ৮০৫ টি গোল তার নামে।শনিবার রাত থেকে সর্ভাধিক গোল দ্বাতা হয়ে গেলেন রোনাল্ডো।রেকর্ড গড়ে রোনাল্ডো ফেসবুকে লিখলেন ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর আমার প্রথম হ্যাটট্রিক।দারুন লাগছে।মাঠে নেমে দলকে জেতানোর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।যে কোনো দলকে যে আমরা হারাতে পারি সেটা প্রমান করে দিলাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here