নিজেদের প্রমান করুন, অনিস খুনের মামলায় রাজ্য পুলিশ কে বলও আদালত - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৪ মার্চ, ২০২২

নিজেদের প্রমান করুন, অনিস খুনের মামলায় রাজ্য পুলিশ কে বলও আদালত

 বিচার  পতি জানিয়েছেন অনিস খুনের তদন্ত আপাতত পুলিশই  করবে।তদন্তে কেউ বাধা না দিলে রাজ্য পুলিশ পৃথিবীর কারো থেকে কম নয়। 

নিজেদের প্রমান করার এটাই সঠিক সময়।কারোর দ্বারা প্রভাবিত না হয়ে স্বছ তদন্ত করুক পুলিশ।হাওড়া ছাত্র নেতা হত্যা মামলায় রাজ্য পুলিশের উপরই ভরসা রেখে বলল কলকাতা হাইকোর্ট।সোমবার বিচার পতি রাজাশেখর মান্থার মন্তব্য,ওই হত্যার তদন্ত আপাতত পুলিশই করবে। তদন্তে কেউ বাধা না দিলে রাজ্য পুলিশ কারো থেকে কম নয়।এখন সঠিক সময় এবার পুলিশ নিজেদের প্রমান করুক।আদালত জানায় এটাই শেষ সুযোগ।পুলিশ কে আরও এক মাস সময় দেওয়া হবে।তার মধ্যে তদন্ত শেষ করতে হবে।আর পুলিশ যদি তাতেও ব্যার্থ হয় ,তখন আদালত পরবর্তী পদক্ষেপ নেবে। বিচারপতির নির্দেশ এই মামলায় খুব গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে না গেলে তদন্তের সময় সিমা আর কোনো ভাবে বাড়ানো যাবে না।এই মামলার পরবর্তী শুনামি ১৮ ই এপ্রিল। বিচারপতি আরও বলেন এই সপ্তাহের মধ্যে ফ্রেন্সিক রিপোর্ট জমা করতে হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here