অবশেষে সোমবার দুপুরে তোলা হল আনিসের মৃত দেহ।দ্বিতীয় বার ময়নাতদন্ত করার জন্য জেলা বিচারকের সামনে তোলা হল আনিসের দেহ।সেখান থেকে মৃত দেহ নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে।সেখানেই হয় মৃত আনিসের ময়নাতদন্ত।
রবিবার বিকালে কোর্টের নোটিস নিয়ে যাওয়া হয় আনিসের বাড়ি ও সমস্থ্য কিছু জানিয়া নোটিস দেওয়া হয় আনিসের বাবাকে। সেই নোটিসে বলা হয় সোমবার সকালে আনিসের দেহ কবর থেকে তোলা হবে ময়নানতদন্ত করার জন্য।কিন্তু আনিসের বাবা জানান যে তিনি আসুস্থ তাই তাঁর আইনজিবির সঙ্গে কাজ করতে হবে।বেস কিছু ক্ষণ অপেক্ষা করার পর আইনজিবি আসেন বেলা ১০ টার সম্য।তার পর আনিসের দাদা ও আইন জীবী আধিকারিক দের নিয়ে জান কবর স্থানে।সেখানে দাবি করেন জেলা বিচারকের সামনে কবর খনন হবে ,না হলে না।তার পর বেলা ১২ টা নাগাত বিচার পতির সামনে দেহ তলা হয়।তার পর বেলা ১.৫০ নাগাত ময়না তদন্তে দেহ পাঠানো হয় পুলিশ এর নিরাপত্তায় এস এস কে এম হাসপাতালে।Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
Home
Unlabelled
জেলা বিচারকের সামনে কবর থেকে তোলা হল আনিস কানের মৃত দেহ
জেলা বিচারকের সামনে কবর থেকে তোলা হল আনিস কানের মৃত দেহ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
শুধু রাজিনিতি ও বিতর্কিত খবর নয়। আমরা আপনাকে সেই খবর জানাবো যেটা আপনি পড়তে চান। দেশ ছাড়িয়ে বিদেশের খবর যেটা জানার দরকার সেটাও আপনি আমাদের কাছেই পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন