ডাকাতির ঘটনা হার মানালো সিনেমাকেও,একজন চোর কে ধরতে এক লাখ ৭০ হাজার পুলিশ - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

ডাকাতির ঘটনা হার মানালো সিনেমাকেও,একজন চোর কে ধরতে এক লাখ ৭০ হাজার পুলিশ

 


এই রকম ঘটনা সাধারণত আমরা সিনেমাতে আতবা অয়েবসিরিজে দেখে থাকি ।জাতে কিছুটা সত্যি ও কিছুটা কাল্পনিক থাকে।তবে বিস্যের ইতিহাসে এমন কিছু ডাকাতির ঘটনা রয়েছে জা হার মানাবে সিনেমার গল্পকেও। এইসব ডাকাতির ঘতনাগুলি নারিয়ে দিয়েছে সারা বিশ্বকে।

ঠিক এইরকমএক ডাকাতির ঘটনা ৩০০মিলিয়ন ইয়েন।ডাকাতি.৩০ কোটি ইয়েনের এই ডাকাতি জাপানের ইতিহাসে ঘটা অন্যতম বড় ডাকাতি। এই ডাকাতির ঘটনাতে জরিত ছিল মাত্র এক জন ব্যেক্তি.১৯৬৮ সালে জাপানের টোকীয় শহরে এই ঘটনাটি ঘটে।পুলিশ এর পরিচয় দিয়ে একাই এই ঘতনাকে পরিনত দেয় সে এবং পালিয়েও জান।যে গাড়ীতে ডাকাতি হয় সেই গাড়িতে ছিল তশিবার ফুচু কারখানার কর্মীদের বনাসের টাকা।জাপানি পুলিশ এর পোশাক পরা এক যুবক গাড়িটি দার করান ।এবং বলে তাদের সাখার মেনেজারের বাড়িতে বিস্ফোরণ হয়েছে ও এই গাড়িতেও ডিনামাইট লাগানো আছে।সনাক্ত করার জন্য ওই যুবক গাড়ির নিচে যায় আর বোম বোম বলে চিৎকার করে ।ব্যাংক কর্মীরা ভয় পেয়ে পালিয়ে যায় ,এই সুজকে ওই ভুয়ো পুলিশ গাড়িতে ছেপে পালিয়ে যায়। কিছুটা রাস্তা যাওয়ার পর বাঙ্কের গাড়ী ছেরে অন্য আর একটি গাড়ী করে পালিয়ে যায়।
পরে তদন্ত করে দেখা যায় দোষীর বয়েস ১৯ বছর। পরবর্তী সময় ওই যুবক পটাসিয়াম খেয়ে আত্মহত্যা করে ।কিন্তু আজ পর্যন্ত সেই টাকার হদিস পাওয়া যায়নি।এই ঘটনার জন্য পুলিশ এর খাতায় ১০ হাজার নাম আসে। তখন এক সংবাদপ্ত্রে দাবি করা হয় এই তদন্ত করতে ১লাখ ৭০ হাজার পুলিশ নামে প্রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here