ডণবাশ ইউক্রেন সেনাদের নিয়ন্ত্রণে আছে এখনো।তবে রাশিয়ার মদতে পরিপূর্ণ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গুলি সক্রিয়তা বাড়ছে বলে খবর।
তিন দশক আগে ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন।এই অভিযোগ করলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী।তিনি বলেন সোভিয়েত প্রজাতন্ত্রকে একত্র কাজ শুরু করেছে রাসিয়া।আমেরিকা সহ পশ্চিম দেশ গুলির হুশিয়ারি অমান্য করে লুহানস্ক ওঁ দনেতস্ক স্বাধীন ঘোষণা করেছেন। এই ঘটনার জন্য পরিস্থিতি খারাপ হতে পারে।এই ঘটনার নালিশ করেছে ইউক্রেন রাষ্ট্র পুঞ্জে।এবং ইউক্রেন প্রেসিডেন্ট রাশিয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলে আমরা কাউকে ভয় পায় না।বস্যতা স্বীকার ওঁ কোন কিছু তাদের হাতে তুলে দেবনা রেজনিকভ ইউক্রেন সেনা আধিকারিকদের সাথে বইথকে বসেন এবংআগামি দিনের ত্যাগ ওঁ ক্ষয় ক্ষতির জন্য প্রস্তুত থা
কতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন