প্রবল বৃষ্টিতে স্তূপে পরিণত ব্রাজিল পেট্রোপলিস কাদার স্রোতে মৃত শতাধিক ও নিখোঁজ বহু - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

প্রবল বৃষ্টিতে স্তূপে পরিণত ব্রাজিল পেট্রোপলিস কাদার স্রোতে মৃত শতাধিক ও নিখোঁজ বহু

 

প্রবল বৃষ্টির কারনে ধ্বস নেমে বহু বাড়ি কাদার নিচে চাপা।বৃষ্টিতে পুরো পেট্রোপলিস কাদার নিচে।

পেট্রোপ্লিসে প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট কাদার স্রোতে ভেসে গিয়ে মৃত্য হল ১০৪ জনের।কাদার নিচে ডুবেছে  বহু বাড়ি ও গাড়ি।ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সেখানকার রাস্তা ঘাত,ঘর বারি।পুর ফেব্রুয়ারিতে যা বৃষ্টি হয় তা গত একদিনে ছাপিয়ে গেছে।গত দিনের আতঙ্ক স্থানিয়দের  চোখে মুখে রয়ে গেছে এখনও।প্রশাসনের কাছ থেকে জানা গেছে প্রায় ৮০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এখানে মনে হচ্ছে যুদ্ধকালিন পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও ঝুলছে গাড়ি আবার কোথাও উলটে পরে আছে গাড়ি।কাজে নেমেছে দমকল ও সেনা বাহিনী।এখনও বহু জাইগাতে রয়েছে কাদার স্তর।

ব্রাজিল রাস্ট্রপতি বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য যথাযোগের সাহা্যে্র এলান করেছে।রাশিয়া সফহর থেকে ফিরে ঘটনা স্থল পরিদর্শন করবেন বলে জানান।নেতাদের কে বলেছেন দুর্গতদের পাসে থাকার জন্য। পেট্রোপলিসে তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানিয় প্রসাসন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here