এক ঝাঁক পাখীর আচমকা মৃত্যু।উড়তে উড়তে আচমকা মাটিতে পড়েমৃত্যু হল কয়েকশো পাখির ! - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

এক ঝাঁক পাখীর আচমকা মৃত্যু।উড়তে উড়তে আচমকা মাটিতে পড়েমৃত্যু হল কয়েকশো পাখির !


 এই মরমান্তিক ঘটনার জন্য অনেকে দাবি করেছে ,৫জি নেটওয়ার্ক এর কারনে পাখিগুলি মারাগ্যেছে।আবার একদল বলছে দূষণের কারনে পাখি গুলি মারা গ্যেছে।

কয়েক হাজার পাখির একটি ঝাঁক আচমকাই মাটিতে আছড়ে পরেছিল।কালো রঙের সেই  বিশাল পাখির সমাবেশ যেন মেঘের মতো মাটিতে নেমে এসেছিলো।মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেলো।তার কিছু পরে দেখা যায়,কয়েকশো পাখি মাটিতে মড়ে পড়ে আছে।ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।এমন ঘটনাতে হতবাক শহরের মানুষ।

এমন দৃশ্যে হতবাক হয়ে হিয়েছে স্থানিয়রা।তখনও অনেক পাখি ছটফট করছিল ও কিছু পাখি একদম নিথর হয়ে পরে ছিল।এক সঙ্গে এত পাখি মারা যাওয়া আতঙ্ক চরিয়েছে এলাকাই। একসঙ্গে এত পাখি মরা ,এই নিয়ে তদন্ত শুরু কারা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here