রাশিয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইউক্রেন রাস্টপতি বলেন ,আমরা কাউকে ভয় পাই না।কার কাছে নত স্বীকার করবনা কার হাতে কোন কিছু তুলে দেবনা
ইউক্রেন শান্তি ব্জায় রাখতে চাই।তবে সেটা কূটনৈতিক আলোচনা এর মধ্যে দিয়ে।তবে রাশিয়ার হাতে কোন ভূখণ্ড তুলে দেয়া হবে না।এমন বার্তা এবং হুশিয়ারি দিয়েছে ইউক্রেন রাষ্ট্রপতি।
এরই মধ্যে সোমবার পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত দুই আঞ্চল DONETHSKO AND LUHANSKOK স্বাধীন ঘোষণা করে রাশিয়া।যার জন্য যুদ্ধের সম্ভবনা আরও বেরে উঠেছে।রাশিয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইউক্রেন রাস্ট্রপতি বলেন, আমরা কাউকে ভয় পাইনা ।কারো কাছে আমরা বশ্যতা স্বীকার করবোনা।কারও হাতে কোন কিছু তুলে দেবনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন