আফগানিস্তান চলবে শরিয়া আইন।
আফগানিস্তানে কি ধরনের রাজনৈতিক শাসন বাবস্থা থাকবে - তা নিয়ে তালেবান কোন আলোচনা করবে না বলে রয়টার্স এ জানিয়েছেন তালেবানের একজন ঊর্ধ্বতন সদস্য ...... তিনি বলেছেন--
"এখানে কোনোরকম গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না , কারন আমাদের দেশে এরকম কোন ভিত নেই । ... আফগানিস্তান চলবে শরিয়া আইনে। সেটাই শেষ কথা ।।"
আফগানিস্তানে যা ঘটেছে তার তুলনা করা হচ্ছে ভিয়েতনামের সঙ্গে । বেইজিং , মস্কো আর ইসলামা্বাদের মুখে হাসি ফুটেছে । ওয়াশিংটনের মিত্ররা বাইডেন প্রশাসনের ভূমিকায় ক্ষিপ্ত।আন্তর্জাতিক সম্পর্কে কি প্রভাব ফেলতে যাচ্ছে তালেবানের নাটকীয় জয় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন