আবার ১৫ দিন বাড়ল লকডাউন , ট্রেন চলবে না - Tara News Bengali - International National and Only Real Newz In Bengali

Breaking

লোকাল ট্রেন চালুর দাবিতে ধুন্দুমার, কাল থেকে এখন পর্যন্ত চলছে অবরোধ ও জটলা...
Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৮ জুন, ২০২১

আবার ১৫ দিন বাড়ল লকডাউন , ট্রেন চলবে না

 আবার ১৫ দিন বাড়ল লকডাউন , ট্রেন চলবে না 

বিধিনিষেধ শিথিল করে সরকারি ও বেসরকারি সমস্ত বাস, অটো এবং টোটো চালু করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে ট্রেন এখনই চলছে না বলে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। সেই ইঙ্গিত অবশ্য গত সপ্তাহেই দিয়েছিলেন।        

রাজ্যে বিধিনিষেধ বেড়েছে ১৫ জুলাই পর্যন্ত। তবে কোভিড বিধি মেনে সরকারি ও বেসরকারি বাস চলতে পারবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন,'৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি, বেসরকারি ও রাজ্যের মধ্যে বাসের চলাচলের অনুমতি দিচ্ছি। অটো, টোটোও চলবে। মাস্ক ও স্যানিটাইজেশন বাধ্যতামূলক।' তবে লোকালের কথা উল্লেখ না করায়, সাংবাদিকরা জানতে চান, ট্রেন কি চলবে? মুখ্যমন্ত্রী জানান,'ট্রেনের কথা কি আলোচনা করেছি? আলোচনা যখন করিনি, তখন বাদ। এখনও পরিস্থিতি হয়নি।'

করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্যে বাড়ছিল সংক্রমণ। পরিস্থিতির মোকাবিলায় গত ৬ মে থেকে লোকাল ও মেট্রো ট্রেন চলাচল (Local Train) বন্ধ করে রাজ্য সরকার। তার পর ১৬ মে থেকে বিধিনিষেধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকাল, মেট্রোর সঙ্গে বন্ধ হয় বাস, জলযান পরিষেবা। গত সপ্তাহে রেলযাত্রীদের বিক্ষোভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'কোভিড ঠেকানোর জন্য বিধিনিষেধ বলবৎ আছে। আগে কোভিড কমাতে দিন। মনে রাখবেন, এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে!'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here